কোহলি-জমানায় বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন, এবার সেই নিয়ে মুখ খুললেন রায়াডু
নয়াদিল্লি: ২০১৯ সালের বিশ্বকাপে আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) শেষ মুহূর্তে দল থেকে বাছাই করা ভারতীয় ক্রিকেটের সবথেকে বিতর্কিত সিদ্ধান্তগুলির মধ্যে একটি। রবিন উথাপ্পা জানিয়েছিলেন রায়াডুর বিশ্বকাপের কিটব্যাগ পর্যন্ত তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল, তারপর তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। এই নিয়ে সরাসরি বিরাট কোহলিকে (Virat Kohli) কাঠগড়ায় তুলে রবিন উথাপ্পা অভিযোগ করেন কোহলি কাউকে অপছন্দ করলে, সে দল থেকে বাদ পড়তেন। রায়াডু এবার নিজেই কার্যত উথাপ্পার সুরেই কথা বললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রায়াডু বলেন, ‘রবিন যেটা বলেছে, সেটা সম্পূর্ণ…



