ইচ্ছে করে সময় নষ্ট করার কৌশল ইংরেজ ওপেনারদের, মেজাজ হারিয়ে তেড়ে গেলেন শুভমন!
লর্ডস: জোফ্রা আর্চারের বলে ওয়াশিংটন সুন্দর হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই ভারতের প্রথম ইনিংসের (India vs England) যবনিকা। কাকতালীয় হলেও, ভারতও অল আউট হল ৩৮৭ রানে। ঠিক যে স্কোরে প্রথম ইনিংস শেষ হয়েছিল ইংল্যান্ডেরও। কিন্তু লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষবেলায় নাটকের আরও বাকি ছিল। ভারতীয় ক্রিকেটারেরা দ্রুত ড্রেসিংরুম থেকে মাঠে নেমে পড়েন। ঘড়ির কাঁটা বলছিল, মিনিট ৭-৮ খেলা বাকি রয়েছে। এমনিতেই প্রবল গরমে বারবার বিরতি নিতে হওয়ায় তিন দিন মিলিয়ে প্রায় একটা সেশনের খেলা নষ্ট হয়েছে। শনিবারও ১০ ওভার মতো…



