স্পিনারদের ভেল্কির পর রোহিত-যশস্বীর ব্যাটে ঝড়, ইংল্যান্ডের চেয়ে মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত

স্পিনারদের ভেল্কির পর রোহিত-যশস্বীর ব্যাটে ঝড়, ইংল্যান্ডের চেয়ে মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত

ধর্মশালা: দিনের শুরুতে স্পিনারদের ভেল্কি। শেষ বেলায় ব্যাটারদের শাসন। ধর্মশালায় (Dharamshala) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনই সুবিধাজনক জায়গায় ভারত (India vs England)। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তোলা ২১৮ রানের জবাবে দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১। বেন স্টোকসদের চেয়ে মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ইংরেজ ওপেনারেরা শুরুটা করেছিলেন ভাল। ১৭ ওভারে ৬৪ রান যোগ করেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তবে ইংরেজ শিবিরে প্রথম ধাক্কাটা দেন কুলদীপ যাদব। বেন ডাকেটকে তুলে নেন তিনি। ৫৮ বলে ২৭ রান করে ফেরেন ডাকেট। দুরন্ত ক্যাচ নেন শুভমন গিল। টেস্টের আগেই ভারতীয় শিবিরকে খোঁচা দিয়েছিলেন ডাকেট। বলেছিলেন, যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বাজ়বল দর্শন অনুসরণ করেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন। চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছিলেন রোহিত শর্মা। বলেছিলেন, ডাকেট সম্ভবত ঋষভ পন্থের খেলা দেখেননি। এদিন ভারতীয় বোলাররা ডাকেটকে সহজাত ব্যাটিং করতেই দেননি।

ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেন মূলত কুলদীপই। ইংল্যান্ডের প্রথম ৬ উইকেটের মধ্যে পাঁচটিই নেন চায়নাম্যান স্পিনার। শততম টেস্ট খেলতে নেমে আর অশ্বিন চারটি উইকেট নেন। রবীন্দ্র জাডেজার ঝুলিতে এক উইকেট। ৫৭.৪ ওভারে মাত্র ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি সর্বোচ্চ ৭৯ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন যশস্বী জয়সওয়াল। ইংরেজ স্পিনার শোয়েব বশিরের এক ওভারে তিনটি ছক্কা মারেন বাঁহাতি ব্যাটার। ৫৮ বলে ৫৭ রান করে ফেরেন যশস্বী। বশিরকে স্টেপ আউট করে ওড়াতে গিয়ে। চলতি সিরিজে সাতশোর বেশি রান হয়ে গিয়েছে যশস্বীর।

তবে যশস্বী ফিরলেও, ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। তিনিও সহজাত মেজাজে হাফসেঞ্চুরি করেছেন। ৫২ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গে ২৬ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সব মিলিয়ে ৩০ ওভারে ১৩৫/১ তুলে ফেলেছে ভারত। ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

(Feed Source: abplive.com)