পঞ্জাবের জয়ে আরও পতন ইস্টবেঙ্গলের! ডার্বির আগেও আছে বিপদ, রইল ISL-র পয়েন্ট টেবিল

পঞ্জাবের জয়ে আরও পতন ইস্টবেঙ্গলের! ডার্বির আগেও আছে বিপদ, রইল ISL-র পয়েন্ট টেবিল

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) পয়েন্ট তালিকার আরও নীচে নেমে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারানোর ফলে লাল-হলুদ বাহিনীকে টপকে লিগ তালিকায় নবম স্থানে উঠে এল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। দশম স্থানে নেমে গেল ইস্টবেঙ্গল। দু’দলই আপাতত ১৮টি করে ম্যাচ খেলেছে। আর ১৮টি ম্যাচের শেষে পঞ্জাবের ঝুলিতে আছে ২০ পয়েন্ট। ইস্টবেঙ্গল ১৮ পয়েন্টেই আটকে থাকে। এখন যা পরিস্থিতি, তাতে সুপার সিক্সে যাওয়ার জন্য অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলকে।

আইএসএলের পয়েন্ট তালিকা

দল ম্যাচ জয় ড্র  হার গোলপার্থক্য পয়েন্ট
ওড়িশা এফসি ১৮ ১০ ১৪ ৩৫
মুম্বই সিটি এফসি ১৭ ১০ ১৩ ৩৫
মোহনবাগান সুপার জায়ান্ট ১৬ ১০ ১৩ ৩৩
এফসি গোয়া ১৭ ৩২
কেরালা ব্লাস্টার্স এফসি ১৭ ২৯
বেঙ্গালুরু এফসি ১৮ -৮ ২১
জামশেদপুর এফসি ১৮ ২০
নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ১৮ -৫ ২০
রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি ১৮ -৭ ২০
ইস্টবেঙ্গল ১৮ ১৮
চেন্নাইয়িন এফসি ১৭ -৯ ১৮
হায়দরাবাদ এফসি ১৮ ১৩ -২৫

অর্থাৎ আপাতত আইএসএলের পয়েন্ট তালিকা থেকে দুটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। প্রথমত, সুপার সিক্সের পাঁচটি দল মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে ওড়িশা এফসি এবং মুম্বই সিটি এফসির টিকিট ‘কনফার্ম’ হয়ে গিয়েছে। বাকি তিনটি দলের জায়গাও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে – মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স এফসি।

দ্বিতীয়ত, ষষ্ঠ দল হিসেবে আইএসএলের প্রথম ছয়ে শেষ করার লড়াইয়ে আছে ছ’টি দল – বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, ইস্টবেঙ্গল এবং চেন্নাইয়িন এফসি। আর সেই লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে কার্লেস কুয়াদ্রাতের দল। শুধু যে পিছিয়ে পড়ছে, তাই নয়, চেন্নাইয়িন যদি নিজেদের পরের ম্যাচে জিতে চায়, তাহলে ইস্টবেঙ্গলে একাদশতম স্থানে নামিয়ে দেবে। কলকাতা ডার্বির আগেরদিন সেই ম্যাচ আছে। যদি হায়দরাবাদকে হারিয়ে দেয় চেন্নাইয়িন, তাহলে ডার্বিতে যখন খেলতে নামবে ইস্টবেঙ্গল, তখন আইএসএলের পয়েন্ট তালিকায় ১১ নম্বরে থাকবে।

(Feed Source: hindustantimes.com)