যেমন ব্যাটিং তেমনই বোলিং, দ্বিতীয় দিনের প্রথম সেশনে আগাগোড়া দাপট দেখাল ইংল্যান্ড, চাপে ভারত
লন্ডন: শুরুটা করেছিলেন বোলাররা, শেষটা করলেন ইংল্যান্ড ব্যাটাররা। ওভালে পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ভারতীয় দলের জন্য কার্যত দুঃস্বপ্নের মতো কাটল। প্রথমে টিম ইন্ডিয়া গতকালের সঙ্গে মাত্র ২০ রান যোগ করে অল আউট হয়ে যায়। তারপর বোলিং সহায়ক পিচে প্রায় সাত রান প্রতি ওভার খরচ করে রান বিলোয়। মাত্র ১৬ ওভার ব্যাট করে ইংরেজরা প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলেছে। বেন ডাকেট অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও, আরেক ওপেনার জ্যাক…




