যেমন ব্যাটিং তেমনই বোলিং, দ্বিতীয় দিনের প্রথম সেশনে আগাগোড়া দাপট দেখাল ইংল্যান্ড, চাপে ভারত

যেমন ব্যাটিং তেমনই বোলিং, দ্বিতীয় দিনের প্রথম সেশনে আগাগোড়া দাপট দেখাল ইংল্যান্ড, চাপে ভারত

লন্ডন: শুরুটা করেছিলেন বোলাররা, শেষটা করলেন ইংল্যান্ড ব্যাটাররা। ওভালে পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ভারতীয় দলের জন্য কার্যত দুঃস্বপ্নের মতো কাটল। প্রথমে টিম ইন্ডিয়া গতকালের সঙ্গে মাত্র ২০ রান যোগ করে অল আউট হয়ে যায়। তারপর বোলিং সহায়ক পিচে প্রায় সাত রান প্রতি ওভার খরচ করে রান বিলোয়। মাত্র ১৬ ওভার ব্যাট করে ইংরেজরা প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলেছে। বেন ডাকেট অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও, আরেক ওপেনার জ্যাক ক্রলি হাফসেঞ্চুরি হাঁকিয়ে ক্রিজে উপস্থিত রয়েছেন।

দিনের শুরুতে ভারতের হয়ে ব্যাট নেমেছিলেন করুণ নায়ার এবং ওয়াশিংটন সুন্দর। গতকালই দুইজনে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন। আশা ছিল আজ সকালেই তেমন লড়াই দেখা যাবে। তবে কোথায় কী! সবুজ ঘাসে মোড়া পিচে গাস অ্যাটকিনসন, জশ টাঙদের স্যুইং, সিম সামলাতে নাজেহাল হন নায়াররা। শেষমেশ টাঙয়ের বলই একেবারে উইকেটের সামনে নায়ারের প্যাডে লাগে। এলবিডব্লু হন তিনি। ওয়াশিংটন আবার গাস অ্যাটকিনসনের পাতা বাউন্সারের ফাঁদে পা দেন।

নায়ার ৫৭ ও সুন্দর ২৬ রানে ফেরার পর ভারতের লোয়ার অর্ডার একেবারেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ইংল্যান্ড বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন সিরাজরা। ২২৪ রানেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ঘরের মাঠে ঘরের ছেলে গাস অ্যাটকিনসন পাঁচ উইকেট নেন। সবুজ পিচে যেখানে ইংরেজ বোলাররা ভারতীয় ব্যাটারদের নাকানিচোবানি খাওয়ায় সেখানে আকাশ দীপ, সিরাজদের থেকেও তেমনই কিছুর আশা করেছিলেন ভারতীয় অনুরাগীরা। তবে কোথায় কী! ‘বাজ়বল’ ক্রিকেটের সামনে নতুন বলে উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলাররা। শুধু তাই নয়, ঝড়ের বেগে রানও উঠে।

সীমিত ওভারের ক্রিকেটের ন্যায় ডাকেট ব্যাটিংটা করেন। অতিআগ্রাসী ভঙ্গিমায় আকাশ দীপের একের পর এক বল বাউন্ডারি পার করান তিনি। সেখানে রিভার্স স্কুপও দেখা যায়। অপরদিকে, ক্রলি সিরাজের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেন। প্রথম বদলি হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণও এই আগ্রাসনের হাত থেকে রেহাই পাননি। তড়তড়িয়ে এগিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ডাকেটকে তবে সেই আকাশ দীপই আউট করলেন, তাও আবার রিভার্স স্কুপ মারতে গিয়ে। শতাধিক স্ট্রাইক রেটে ৪৩ রান করে তিনি আউট হন।

ক্রলি অবশ্য ৪২ বলে ১২টি চার মেরে নিজের কেরিয়ারের ১৯তম টেস্ট অর্ধশতরান পূরণ করে ফেলেন। ১৫তম ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড। আপাতত ইংল্যান্ড ১১৫ রানে পিছিয়ে রয়েছে। লাঞ্চের পরে দ্বিতীয় সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সেশন কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ পর্যন্ত করতে পারে।

(Feed Source: abplive.com)