শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সাক্ষী হতে চান তিনি। আদালতে পেশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানালেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা শাহিদ ইমাম। সঙ্গে তিনি বলেন, আইনের সঙ্গে আছি। আইনের সঙ্গে থাকব?
শনিবার সন্ধ্যায় আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহিল বলেন, ‘আমি আইনের সঙ্গে আছি। আইনের সঙ্গে থাকব। সিবিআইকে সব সত্যি কথা বলেছি। আমি কোনও টাকা পয়সার কথা বলব না’।
ওদিকে ৩ দিনের জন্য হেফাজতে নিয়ে ১ দিন পরেই কেন শাহিদকে ফের আদালতে পেশ করা হল তা এদিন জানতে চান বিচারক। জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, শাহিদের কাছ থেকে সব জানা হয়ে গিয়েছে। বিচারক প্রশ্ন করেন, ১ দিনেই সব জানা হয়ে গেল? জবাবে সিবিআই বলেন, শাহিদ জানিয়েছেন তিনি চন্দন মণ্ডল বা শান্তিপ্রসাদকে চিনতেন না। কারা কী ভাবে এজেন্ট নিয়োগ করে দুর্নীতির জাল বুনেছিল সব বলে দিয়েছেন তিনি।
শাহিলের জীবনযাত্রা ছিল দেখার মতো। প্রতি ১৫ অন্তর গাড়ি বদলাতেন তিনি। গাড়িও যেমন তেমন নয়। আরামবাগে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তাঁর। কলকাতাসহ দেশের একাধিক শহরে তাঁর ফ্ল্যাট রয়েছে। ২০১৩ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর উদয়নারায়ণপুরে প্রাথমিক শিক্ষকের চাকরি পান তিনি। তার পর থেকে তাঁর উত্থান রকেট গতিতে। ২০১৭ সালে জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হন।
স্থানীয়রা জানাচ্ছেন, বিপদে আপদে সব সময় সাধারণ মানুষের পাশে থাকতেন শাহিল। বন্যার সময় গ্যাঁটের কড়ি খরচ করে ত্রাণ বিলি করতেন। বলিউড ও টলিউডে একাধিক সিনেমা ও মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন তিনি। তবে তাতে তেমন সাফল্য পাননি। টলিউডে তাঁর টাকা খাটে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা।
(Feed Source: hindustantimes.com)