শিবরাত্রিতে সোমনাথ মন্দিরে মুকেশ আম্বানি এবং আকাশ, দিলেন ১.৫১ কোটি টাকার অনুদান

শিবরাত্রিতে সোমনাথ মন্দিরে মুকেশ আম্বানি এবং আকাশ, দিলেন ১.৫১ কোটি টাকার অনুদান

গুজরাত: মহা শিবরাত্রি উপলক্ষ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং তাঁর ছেলে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি এদিন গুজরাটের সোমনাথ মন্দির দর্শন করেন। সোমনাথ মহাদেব দর্শনের পাশাপাশি তাঁরা এদিন প্রার্থনাও করেন। এদিন মুকেশ আম্বানি সোমনাথ মন্দির ট্রাস্টে ১.৫১ কোটি টাকা দান করেন।

এদিন মন্দিরে তাঁদের স্বাগত জানান মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পিকে লাহিড়ি এবং সেক্রেটারি যোগেন্দ্রভাই দেশাই। জানা গিয়েছে, আম্বানি পরিবার ভগবান শিবের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। উত্সাহ এবং শ্রদ্ধার সঙ্গে সমস্ত হিন্দু উত্সব উদযাপন করেন তাঁরা। যখন গোটা দেশ মহা শিবরাত্রির উৎসবে সেজেছে, তখন আম্বানি পরিবারও এই শুভ উপলক্ষ্যে মন্দিরে প্রার্থনা ও দান করেছেন।

ইতিমধ্যে বেশ কিছু ছবি সামনে এসেছে। সেই সব ছবিতে মুকেশ আম্বানি এবং তাঁর ছেলে আকাশ আম্বানিকে প্রার্থনায় অংশ নিতে দেখা গিয়েছে। জানা গিয়েছি, মুকেশ আম্বানি এদিন সোমবার মন্দিরে ১.৫১ কোটি টাকা দান করেছেন।

সপ্তাহখানেক আগেই ইউপি ইনভেস্টর সামিট ২০২৩-এ যোগ দিয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। সেখানে তিনি বলেন, “এই বছরের বাজেট প্রকৃতপক্ষে একটি উন্নত দেশ হিসাবে ভারতের উত্থানের ভিত্তি স্থাপন করেছে। সর্বোচ্চ ক্যাপেক্স বরাদ্দ বাড়ানো হয়েছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি তো হবেই, বৃহত্তর সামাজিক কল্যাণ সাধিত হবে।”

রিলায়েন্সের চেয়ারম্যান তাঁর এই বিশ্বাসের পিছনে চারটি প্রধান কারণ তুলে ধরেছেন। তাঁর কথায়, ‘‘প্রথমত ভারতীয়রা যে হারে প্রযুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে, প্রথম বিশ্বেও এমনটা দেখা যায় না। দ্বিতীয়ত, বিশ্বের মধ্যে ভারতের জনসংখ্যার গড় বয়স সবচেয়ে কম। অধিকাংশই যুবক-যুবতী। তৃতীয়ত, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব। আঞ্চলিকতাবাদ ধীরে ধীরে মুছে যাচ্ছে। উত্তরপ্রদেশ এর উজ্জ্বল উদাহরণ। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি (পড়ুন প্রধানমন্ত্রী) জাতির মানসিকতায় একটি মৌলিক পরিবর্তন এনেছেন। সাধারণ মানুষের মনে আশাবাদের সঞ্চার হয়েছে।’’

(Feed Source: news18.com)