‘হীরামান্ডি’র প্রথম লুক প্রকাশ্যে, ইমনের বসন্ত উৎসব, বিনোদনের সারাদিন

‘হীরামান্ডি’র প্রথম লুক প্রকাশ্যে, ইমনের বসন্ত উৎসব, বিনোদনের সারাদিন

কলকাতা: বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা শাহনওয়াজ প্রধান (Shahnawaz Pradhan passed away)। গতকাল, ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৫৬। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়লেন কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Union Minister of Women and Child Development) স্মৃতি ইরানির (Smriti Irani) মেয়ে শ্যানেল ইরানি (Shanelle Irani)। তাঁর বিয়ের রিসেপশনে চাঁদের হাট। মুম্বইয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), একতা কপূর (Ekta Kapoor), মৌনী রায় (Mouni Roy), রণিত বোস রায় (Ronit Bose Roy) প্রমুখ। কনের মা, প্রাক্তন অভিনেত্রী ও মন্ত্রী স্মৃতি ইরানি সেজেছিলেন লাল শাড়িতে। ছবি তুললেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা শাহনওয়াজ প্রধানের

বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা শাহনওয়াজ প্রধান (Shahnawaz Pradhan passed away)। গতকাল, ১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৫৬। একটি অনুষ্ঠানে ছিলেন শাহনওয়াজ প্রধান যখন হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয় ও তিনি জ্ঞান হারান। তড়িঘড়ি তাঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani Hospital) নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, অভিনেতার নাড়ি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, এবং আরও জানা গেছে যে অভিনেতার আগের মাসেই বাইপাস সার্জারি হয়েছিল।

সাফল্যের মুখ দেখল না কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’

ফের বড়পর্দায় কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। মুক্তি পেয়েছে ‘শেহজাদা’ (Shehzada)। কিন্তু প্রথম দিনের বক্স অফিস কালেকশন বলছে তেমন ভাল ব্যবসা করতে পারেনি এই ছবি। সম্প্রতি বক্স অফিসে ওঠা ‘পাঠান’ (Pathaan) ঝড়কে টেক্কা দিতে পারল কার্তিক-কৃতী জুটি? কত ব্যবসা হল প্রথম দিনে? ‘ভুল ভুলাইয়া ২’-এর (Bhool Bhulaiyaa 2) থেকে এগিয়ে না পিছিয়ে রইল ‘শেহজাদা’? ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘শেহজাদা’। ফের বড়পর্দায় জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন (Kriti Sanon)। তথ্য অনুযায়ী, প্রথম দিনে এই ছবি ৭ কোটি টাকার ব্যবসা করেছে মাত্র। কার্তিক আরিয়ানের নিজের সেরা প্রথম দিনের ব্যবসা করা ছবি ‘ভুল ভুলাইয়া ২’-এর থেকে বহু পিছনে রয়ে গেল এই ছবি। রোহিত ধবনের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি।

স্মৃতি ইরানির মেয়ের রিসেপশনে চাঁদের হাট

সম্প্রতি সাত পাকে বাঁধা পড়লেন কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Union Minister of Women and Child Development) স্মৃতি ইরানির (Smriti Irani) মেয়ে শ্যানেল ইরানি (Shanelle Irani)। তাঁর বিয়ের রিসেপশনে চাঁদের হাট। মুম্বইয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), একতা কপূর (Ekta Kapoor), মৌনী রায় (Mouni Roy), রণিত বোস রায় (Ronit Bose Roy) প্রমুখ। কনের মা, প্রাক্তন অভিনেত্রী ও মন্ত্রী স্মৃতি ইরানি সেজেছিলেন লাল শাড়িতে। ছবি তুললেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে। সম্প্রতি কানাডার আইনজীবী অর্জুন ভল্লার (Arjun Bhalla) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন স্মৃতি ইরানির কন্যা শ্যানেল ইরানি। রাজস্থানে বসে বিয়ের আসর। এরপর মুম্বইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করেন স্মৃতি। কেন্দ্রীয় মন্ত্রীকে অতিথি আপ্যায়ন করতে দেখা যায় লাল বেনারসী শাড়িতে।

প্রজেক্ট কে’র মুক্তির তারিখ প্রকাশ্যে

প্রভাস (Prabhas) অনুরাগীদের জন্য সুখবর। মহা শিবরাত্রির (Maha Shivratri) দিনে তাঁর আগামী ছবির পোস্টার এল প্রকাশ্যে। ঘোষণা হল ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির মুক্তির তারিখও (Release Date)। ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চনকেও (Amitabh Bachchan)। প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। সেই সঙ্গে প্রকাশ্যে এল নতুন পোস্টারও। প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘তারিখটা হল ১২-১-২৪। প্রজেক্ট কে। মহা শিবরাত্রির শুভেচ্ছা।’ ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও ছবির নতুন পোস্টার শেয়ার করে লেখেন, ‘অমিতাভ – প্রভাস – দীপিকা: প্রজেক্ট কে মুক্তির তারিখ নিশ্চিত…’। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির প্রযোজক ‘বৈজয়ন্তী মুভিজ’।

প্রকাশ্যে ‘হীরামান্ডি’র প্রথম লুক

প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সিরিজ ‘হীরামান্ডি’র (Heeramandi) চরিত্রদের প্রথম লুক (First Look)। সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত এই সিরিজে দেখা যাবে অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari), রিচা চাড্ডা (Richa Chadha), মণিষা কৈরালা (Manisha Koirala), সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha), শরমিন সেহগল (Sharmin Segal), সঞ্জিদা শেখকে (Sanjeeda Shaikh)। নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালীর ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’। নাম ঘোষণা হয়েছিল বহু আগেই। চলছিল তৈরির কাজ। এবার প্রকাশ্যে এল চরিত্রদের প্রথম লুক। সোশ্যাল মিডিয়ায় লুক প্রকাশ পেতেই ভাইরাল। অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা জানালেন ইন্ডাস্ট্রির অনেক তারকাই।

চমকের গানের চমক থাকছে ঋতাভরী-আবীরের ‘ফাটাফাটি’-তে

‘এই মায়াবী চাঁদের রাতে.. রেখে হাত তোমার হাতে..’ প্রেমমাখা এই গানের সুর, কথা মন কেড়েছিল শ্রোতাদের। গায়কের গলাও ছুঁয়ে গিয়েছিল সবার মন। ছবির নাম ছিল, ‘বাবা, বেবি, ও’, পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee)। আর এবার তাঁর ছবিতেই নতুন গান শোনা যাবে চমক হাসান (Chamak Hasan)-এর গলায়। চমক বাংলাদেশের শিল্পী। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ‘ফাটাফাটি’ (Fatafati) ছবিতে শোনা যাবে চমকের গান। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে উইন্ডোজ (Windows) প্রযোজনা সংস্থার তরফ থেকে। ১২ মে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

ইমনের বসন্ত উৎসব

বসন্তের শুরু যেন আবীরের রঙে, সুরে, আনন্দে। লিলুয়ায় বসন্ত উৎসবের আয়োজন করলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। প্রত্যেক বছরের মতোই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন একাধিক সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীরা। দেখতে দেখতে সাত বছর পার করে ফেলল ইমন চক্রবর্তীর এই ‘বসন্ত উৎসব’। প্রতি বছরের মতো এবারও দোলের আগেই ইমনের বসন্ত উৎসব কলকাতা এবং হাওড়া দুই শহরের মানুষকেই রাঙিয়ে দিয়ে গেল।

(Feed Source: abplive.com)