সদ্য আসা এই অপটিক্যাল ইলিউশনের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এক নেট নাগরিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাঁর প্রশ্ন, এই গোটা ছবির মধ্যে কোথায় একটি এয়ারপ্লেন রয়েছে, তা খুঁজে বের করতে হবে। আর তা যিনি খুঁজে পাবেন, তিনিই এই অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জে জয়ী হবেন, তবে খোঁজার পর্ব ১৫ সেকেন্ডের বেশি হওয়া যাবে না!
সোশ্যাল মিডিয়ায় সদ্য বেশ কিছু অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। আর তা টুইটারে আসতেই তা নিয়ে হইচই শুরু হয়েছে। উল্লেখ্য, অপটিক্যাল ইলিউশনের মজা যাঁরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, তাঁরা জানেন এই ধাঁধার সমাধানে কী তৃপ্তি রয়েছে! এমনই একটি অপটিক্যাল ইলিউশন সদ্য ভাইরাল হয়েছে।সদ্য আসা এই অপটিক্যাল ইলিউশনের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এক নেট নাগরিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাঁর প্রশ্ন, এই গোটা ছবির মধ্যে কোথায় একটি এয়ারপ্লেন রয়েছে, তা খুঁজে বের করতে হবে। আর তা যিনি খুঁজে পাবেন, তিনিই এই অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জে জয়ী হবেন, তবে খোঁজার পর্ব ১৫ সেকেন্ডের বেশি হওয়া যাবে না!
ছবি জুড়ে লাল, হলুদ, সবুজ রঙের সমাহার রয়েছে। আর এই রঙিন ছবিতেই লুকিয়ে রয়েছে সেই ধাঁধা। এই স্টারফিশদের ভিড়ের মধ্যে কোথায় ওই এয়ারপ্লেন লুকিয়ে রয়েছে, তার খোঁজ করতে প্রয়োজন সঠিক পর্যবেক্ষণ ক্ষমতা। আর তা পেলেই মুশকিল আসান।
ওই নেট নাগরিকের চ্যালেঞ্জ, এমন স্টার ফিশদের আওতা থেকে এয়ারপ্লেনকে খুঁজে পেতে কেবলমাত্র অল্প কিছু শতাংশ মানুষই পারবেন। আর তিনি বলছেন, ১৫ সেকেন্ডের মধ্যে ওই স্টারফিশের দঙ্গল থেকে এয়ারপ্লেনকে খুঁজে বের করতে। আর এই হল সেই এয়ারপ্লেনের ছবি! আপনিও কি ওই ১ শতাংশের মধ্যে পড়লেন? যাচাই করে নিন আপনার অপটিক্যাল ইলিউশন সমাধানের স্কিল।