২৬/১১-র হামলাকারীরা তো এ দেশেই ঘুরছে,পাকিস্তানে বসেই জোর গলায় বললেন জাভেদ আখতার

২৬/১১-র হামলাকারীরা তো এ দেশেই ঘুরছে,পাকিস্তানে বসেই জোর গলায় বললেন জাভেদ আখতার

লাহোর: ২৬/১১ মুম্বই হামলার চক্রীরা এখনও পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে৷ তাই এ নিয়ে ভারতীয় ক্ষোভ প্রকাশ করলে পাকিস্তানিদের খারাপ লাগা উচিত নয়৷ লাহোরের মাটিতে দাঁড়িয়েই একটি অনুষ্ঠানে পাকিস্তানিদের এ কথা মনে করিয়ে দিলেন গীতিকার এবং লেখক জাভেদ আখতার৷

বিখ্যাত উর্দু কবি ফৈয়জ আহমেদ ফৈয়জের স্মরণে তিন দিনের একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের লাহোরে গিয়েছিলেন জাভেদ আখতার৷ সেখানেই ফৈয়জ ফেস্টিভ্যাল ২০২৩ শীর্ষক একটি অনুষ্ঠান চলাকালীন একজন পাকিস্তানি নাগরিক জাভেদ আখতারের উদ্দেশ্যে দর্শকাসন থেকে বলেন, তিনি যেন ভারতে শান্তির বার্তা নিয়ে ফিরে এসে সবাইকে বোঝান যে পাকিস্তান বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক একটি দেশ৷

জবাবে রাখঢাক না করেই জাভেদ আখতার বলেন, ‘আমাদের পরস্পরকে দোষ দিয়ে লাভ নেই৷ তাতে সমস্যার সমাধান হবে না৷ পরিবেশ ঠান্ডা হওয়া উচিত৷ আমরা তো বম্বের (মুম্বই) বাসিন্দা৷ আমরা দেখেছি ওখানে কীভাবে হামলা চালানো হয়েছিল৷ হামলাকারীরা তো নরওয়ে, মিশর থেকে আসেনি৷ তারা এখনও আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে৷ ফলে এটা নিয়ে যদি ভারতীয়দের মনে ক্ষোভ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়৷’