অবসর সানিয়ার, চোট ওয়ার্নারের, দেখে নিন আজকের খেলার দুনিয়ার সেরা খবরের এক ঝলক

অবসর সানিয়ার, চোট ওয়ার্নারের, দেখে নিন আজকের খেলার দুনিয়ার সেরা খবরের এক ঝলক

আজকের সেরা খেলার খবরগুলো একঝলকে দেখে নেওয়া যাক –

অবসর সানিয়া মির্জার

ডব্লিউটিএ দুবাই ইভেন্টে প্রথম রাউন্ডেই হার। আর তার সঙ্গে সঙ্গেই নিজের আন্তর্জাতিক টেনিস কেরিয়ারকে বিদায় জানালেন সানিয়া মির্জা। মহিলাদের ডবলসের প্রথম রাউন্ডে আমেরিকার ম্যাডিসন কি-কে নিয়ে নেমে সানিয়া হেরে গেলেন প্রথম রাউন্ডেই। ৪-৬, ০-৬ ব্যবধানে হেরে গেলেন সানিয়া। চোখের জলে কোর্ট ছাড়তে দেখা গেল ৩৬ বছরের ভারতীয় টেনিসের গ্ল্য়ামার কুইনকে।

ছিটকে গেলেন ওয়ার্নার

কনুইয়ের চোট, বর্ডার-গাওস্কর সিরিজের (Border Gavaskar Trophy) বাকি ২ টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার (David Warner)। সিরিজের দ্বিতীয় টেস্টের কোটলায় অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলে কনুইয়ে চোট পেয়েছিলেন ওয়ার্নার। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতেও নামেননি তিনি। বাঁ হাতের কনুইয়ে আঘাত পান তিনি। এরপর হেলমেটেও বলের আঘাত পান। কনকাশন টেস্টের পর আর মাঠে ফেরেননি ওয়ার্নার। এবার সিরিজের বাকি ২ টেস্ট থেকেও ছিটকে গেলেন বাঁহাতি এই তারকা অজি ওপেনার। তাড়াতাড়ি দেশে ফিরে যাচ্ছেন তিনি। তবে ওয়ান ডে সিরিজে ফিরতে পারেন ওয়ার্নার, এমনই আভাস অজি শিবির সূত্রে।

অজিদের বার্তা রামিজ রাজার?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা বলেন, ”অক্ষর পটেলের ইনিংস টার্নিং পয়েন্ট। অশ্বিনের সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ গড়েছে। সেই সময় অস্ট্রেলিয়া শিবির অনেকটাই এগিয়ে ছিল ম্যাচে। কিন্তু মানসিক লড়াইটাতেও পিছিয়ে গিয়েছিল অজিরা। ভারতকে চাপে ফেলার কাজটা করতেই পারেনি অজিরা।” নিজের ইউটিউব চ্যানেলে এসে প্রাক্তন এই পাক ক্রিকেটার আরও বলেন, ”ভারত যে ভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সে ভাবে অজিরা পার্থ বা ব্রিসবেনে উপমহাদেশের দলগুলিকে গুঁড়িয়ে দিত। এখন বিষয়টি উল্টে গিয়েছে। এটা পরিষ্কার যে, অস্ট্রেলিয়া ঠিক করে প্রস্তুত নয়, বিশেষ করে যখন ভারতে ভালো টেস্ট ক্রিকেট খেলার বিষয় আসে। ভারতে টিম ইন্ডিয়াকে হারানো অসম্ভব। স্পিনের বিপক্ষে অত্যন্ত সাধারণ পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। এক সেশনেই ৯ উইকেট পড়ে গিয়েছে। জাদেজা দুর্দান্ত বোলিং করেছেন।”

ম্যাক্সওয়েলের চোট

চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে শেফিল্ড শিল্ডের (Sheffield Shield) টুর্নামেন্টে খেলতে নেমে ফের চোট পেলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। মেলবোর্নে (Melbourne) ভিক্টোরিয়ার (Victoria) হয়ে খেলতে নেমে কবজিতে চোট পেলেন অজি তারকা অলরাউন্ডার। স্লিপে দাঁড়িয়েছিলেন তিনি। ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বল তাঁর কবজিতে লাগে বেকায়দায়।

(Feed Source: abplive.com)