Javed Akhtar: ঘরে ঢুকে অপমান, তা নিয়ে কিসের আদিখ্যেতা! জাভেদ আখতারের মন্তব্যে বিস্ফোরক পাক অভিনেত্রী

Javed Akhtar: ঘরে ঢুকে অপমান, তা নিয়ে কিসের আদিখ্যেতা! জাভেদ আখতারের মন্তব্যে বিস্ফোরক পাক অভিনেত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে বসে মুম্বই হামলা নিয়ে কড়া মন্তব্য। শাহবাজ শরিফের একেবারে নরম জায়গায় ঘা দিয়েছেন গীতিকার, কবি, চিত্রনাট্যকার জাভেদ আখতার। এনিয়ে লাহোরে প্রসংশা পেলেও চটেছেন দেশের একাধিক অভিনেতা। এনিয়ে এবার মুখ খুললেন অভিনেতা সাবুর আলি।

লাহোরের ওই অনুষ্ঠানে জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়, বহুবার আপনি পাকিস্তানে এসেছেন। যখন আপনি ফিরে যান তখন কি দেশে গিয়ে বলে পাকিস্তানের মানুষজন আসলেই বেশ ভালো। যদি তাই হয় তাহলে তার পরেও তো আপনাদের দেশের লোক আমাদের নিশানা করে। কেন?

ওই প্রশ্নের মোকাবিলা করতে গিয়ে জাভেদ আখতার টেনে আনেন ২০০৮ সালের মুম্বই হামলা প্রসঙ্গ। জাভেদ বলেন, দেখুন একে অপরকে দোষারোপ করে কোনও লাভ হবে না। দুদেশের মধ্যেকার পরিস্থিতি এখন গরম হয়ে রয়েছে। আমি মুম্বইয়ে থাকি। আমরা দেখেছি কীভাবে আমাদের শহরকে আক্রমণ করা হয়েছিল। হামলাকারীরা কেউ নরওয়ে কিংবা মিশর থেকে আসেনি। তারা এদেশেই এখনও বিনা বাধায় ঘুরছে। তাই মুম্বই হামলা নিয়ে যদি ভারতের মানুষের মনে কোনও ক্ষোভ থাকে তাহলে তাকে দোষ দেওয়া যায় না।

জাভেদ আখতারের ওই মন্তব্যের পর জাভেদের ওই মন্তব্যের পরই জাভেদের ওই অনুষ্ঠানে থাকা পাকিস্তানিদের নিশানা করলেন অভিনেতা সাবুর আলি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, একজন আমাদের ঘরে ঢুকে বেইজ্জত করে গেল তাতে আমরা খুশিতে নেচে উঠছি! তার পায়ে পড়ে যাচ্ছি! লজ্জা হওয়া উচিত আমাদের।

উল্লেখ্য়, মুম্বই হামলার প্রসঙ্গ তুলে জাভেদ আখতার থখন তাঁর মতামত দেন তখন অনুষ্ঠানে থাকা লোকজন প্রবল চিত্কার করে ওঠেন। এতেই গা জ্বলে গিয়েছে পাক অভিনেতা সাবুরের।

দর্শকদের ওই উল্লাস নিয়ে জাভেদ আখতার বলেন, আমরা কথা শুনে মানুষ তার সঙ্গে একমত হয়েছিলেন। তারই প্রকাশ ওই উল্লাস। অর্থাত্ তারা চান ভারতের মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে।

(Feed Source: zeenews.com)