কলকাতায় সুনীলদের শিবির, হরমনপ্রীতরা ফাইনালে, আজকের সেরা খেলার খবরের একঝলক

কলকাতায় সুনীলদের শিবির, হরমনপ্রীতরা ফাইনালে, আজকের সেরা খেলার খবরের একঝলক

কলকাতা: আজকের সেরা খেলার খবরগুলোর এক ঝলক –

কলকাতায় শিবির

আগামী ১৫ মার্চ থেকে কলকাতায় শুরু হতে চলেছে ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) ক্যাম্প। তার আগে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। কলকাতায় পাঁচদিনের ক্যাম্প হবে ভারতীয় ফুটবল দলের। এরপরই গোটা দল ইম্ফলে উড়ে যাবে। সেখানে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ভারত। আগামী ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

আগেই ইংল্যান্ড যাবেন রোহিতরা

ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS 4th test) ড্রয়ে শেষ হলেও একইদিনে রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ায় ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) নিজেদের জায়গা পাকা করে ফেলে। গত বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে এবার কিন্তু আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিতে আগ্রহী ভারতীয় দল। আসন্ন ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের পর শুরু হবে আইপিএল। ২১ মে পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্ব চলবে। গ্রুপ পর্বের শেষে ছয় ফ্রাঞ্চাইজি স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। সেই ফ্রাঞ্চাইজিগুলিতে উপস্থিত ভারতীয় তারকাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে আগেই বিলেত পাঠানো হতে পারে পূর্বাভাস দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

হকিতে ভারতের জয়

হকি প্রো-লিগে (FIH Pro League) ভারতের জয়ের ধারা অব্য়াহত। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে নাগাড়ে তৃতীয় জয় পেল ভারতীয় হকি দল। জার্মানিকে ৬-৩ স্কোরলাইনে হারাল ভারতীয় দল। ভারতের হয়ে যুগরাজ সিংহ ও হরমনপ্রীত সিংহ একটি করে গোল করেন এবং সেলভান কার্থি ও অভিষেক দুইটি করে গোল দেন।আগের ম্যাচ দুইটিতে জার্মানিকে ৩-২ ও অস্ট্রেলিয়াকে ৫-৪ গোলে হারিয়েছিলেন হরমনপ্রীতরা। এই দুই জয়ের সুবাদে ভারতীয় দল বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে আসে। সোমবার জার্মানির বিরুদ্ধে আক্রমণাত্মক হকি খেলে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় দল। তবে ম্যাচের শুরুটা কিন্তু জার্মানিই বেশি ভালভাবে করে। মাত্র তিন মিনিটেই বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচে এগিয়ে যান। টম গ্রামবুশ পেনাল্টি কর্নার থেকে জার্মানদের এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারে আর কোনও গোল হয়নি।

ওয়ান ডেতেও নেতৃত্বে স্মিথ

অস্ট্রেলিয়ার তরফে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, ‘প্যাট ফিরছে না। ও এই অবস্থায় এখনও দেশেই নিজের পরিবারকে সামাল দিচ্ছে। আমরা সকলেই এই দুঃখের দিনে প্যাট ও তাঁর পরিবারের পাশে রয়েছি।’ কামিন্স দ্বিতীয় টেস্ট খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। তাঁর অনুপস্থিতিতে তৃতীয় ও চতুর্থ টেস্টে স্টিভ স্মিথ (Steve Smith) অজি দলের অধিনায়কত্ব করেন। তিনিই ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন।

মেরি কমের চোট

গত অগস্টে কমনওয়েলথ গেমসের আগেই ট্রায়ালের সময় বাঁ-পায়ে গুরুতর আঘাত পান ভারতের কিংবদন্তি বক্সার মেরি কম (Mary Kom)। তাঁর বাঁ-হাটুতে মোচড় লেগে লিগামেন্টই ছিঁড়ে যায়। তিনি যে নিজের কেরিয়ারের শেষ লগ্নে উপনীত হয়েছেন, সেই বিষয়ে মেরি কম ভালভাবেই অবগত। তবে অবসরের আগে শেষবার একটি টুর্নামেন্টে নামতে আগ্রহী ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন। আপাতত এশিয়ান গেমসই (Asian Games) মেরি কমের পাখির চোখ।

(Feed Source: abplive.com)