থাইল্যান্ড পিঙ্ক এঁচোড়ের চাষ করে দ্বিগুণ লাভ

থাইল্যান্ড পিঙ্ক এঁচোড়ের চাষ করে দ্বিগুণ লাভ

হুগলি: থাইল্যান্ড পিং এঁচোড় চাষ করে ব্যাপক লাভের পথ দেখছে চাষিরা। হুগলির গোঘাটের শ্যামবাজার এলাকায় এঁচোড় চাষ করেছে হারাধন মন্ডল।জানা যায় প্রতিবছরই গাছেতে দেখা যায় এঁচোড়।থাইল্যান্ড পিং এঁচোড় খুব একটা বড় না, হয়ে মাঝারি আকারের । বাজারে আস্তে আস্তে ব্যাপক হারে চাহিদা বাড়ছে। এই এঁচোড় স্বাভাবিক ভাবি ৫০০ থেকে ৭০০ ওজনের মধ্যে হয়। চাষিদের দাবি অন্যান্য চাষের থেকে থাইল্যান্ড পিং এঁচোড় চাষ করলেও দ্বিগুণ পরিমাণের লাভের পথ দেখবে।

এই বিষয়ে হারাধন বাবু বলেন থাইল্যান্ড পিং কাঁঠাল নাম হলেও মূলত কচি এঁচোড়। প্রতিবছরই এই এঁচোড় দেখা যায় গাছে। তিনি বলেন সব সময় পাওয়া যায় বলে লাভ প্রচুর পরিমাণে দেখা যায়।বাজারে এক কিলো এঁচোড় বিক্রি করলে ১২০ টাকা দাম পাওয়া যায়। এর ফলে প্রচুর পরিমাণে চাষ করে ভাল টাকা লাভ করা যাচ্ছে । মূলত বর্ষাকালের সময় একটু বিভিন্ন রোগ দেখা দিলেও কীটনাশক দিয়ে নিয়ন্ত্রণে আনা যায়। স্বাভাবিকভাবে পরিচর্যা খুব একটা করতে হয় না বলেই জানায়। বিশেষত্ব এই গাছটিতে ৬ মাস বয়সের পর থেকে ফল আস্তে শুরু করে। বিশেষ করে এঁচোড় ছোট আকারের বেশিরভাগটাই চাহিদা বেশি।

(Feed Source: news18.com)