বোধনের আগেই বিসর্জনের সুর, খানাকুলে তৈরি হওয়া প্রতিমা ভেসে গেল বন্যার জলে
বাপন সাঁতরা, হুগলি : দক্ষিণ বঙ্গে ভেসে গিয়েছে জেলার পর জেলা। বানভাসি পরিস্থিতিতে একটু শুকনো জমির খোঁজে মানুষ । আস্তে আস্তে জল নামতে শুরু করলেও, স্তস্তির চিহ্ন দেখতে পাচ্ছে না মানুষ। পুজোর আগে বৃষ্টির সঙ্কেত দিয়েছে আবহাওয়া দফতর। তাতে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে খানাকুলে দেখা গেল এক মর্মান্তিক ছবি। বন্যাবিধ্বস্ত খানাকুলে বোধনের আগেই যেন বিসর্জনের সুর। এখানকার মৃৎশিল্পীদের কর্মশালা থেকেই বন্যার জলে ভেসে গিয়েছে একের পর এক প্রতিমা। বেশ কয়েকটি প্রতিমা দণ্ডায়মান কারাখানার ভিতরে বুক-জলে। বন্যার সময় প্রতিবারই প্রায়…