SSC-র আইনকে চ্যালেঞ্জ করে আদালতে চাকরিচ্য়ুতরা, হলফনামা দিতে বললেন বিচারপতি

SSC-র আইনকে চ্যালেঞ্জ করে আদালতে চাকরিচ্য়ুতরা, হলফনামা দিতে বললেন বিচারপতি

কোলকাতাঃ- 

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে SSC-র আইনকে চ্যালেঞ্জ করে চাকরি চোরেদের করা মামলায় সব পক্ষকে হলফনামা জমা দিতে বলল আদালত। শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে মামলাটির শুনানিতে মধ্যশিক্ষা পর্ষদ, SSC ও মামলাকারীদের ৩ মার্চের মধ্যে হলফনামা দিতে বলে আদালত। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।

কী বলল আদালত?

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে SSC-র আইনের ১৭ নম্বর ধারায় সুপারিশপত্র প্রত্যাহার করেছে কমিশন। SSC-র আইনের ১৭ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টোর দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরি চোর। সেই মামলার শুনানি শুরু হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। এদিন মামলায় সব পক্ষকে হলফনামা দিতে বলেন বিচারপতি বসু। মামলার পরবর্তী শুনানি ৩ এপ্রিল।

কী রয়েছে SSC-র আইনের ১৭ নম্বর ধারায়?

এসএসসি আইনের ১৭ নম্বর ধারা অনুসারে, যদি কোনও প্রার্থীকে সুপারিশপত্র জারির ক্ষেত্রে কমিশনের কোনও ভুল হয়ে থাকে তাহলে সেই সুপারিশপত্র সঙ্গে সঙ্গে তারা প্রত্যাহার করতে পারবে। মামলাকারীদের দাবি, SSC-র ভুলের জন্য কোনও ভাবে যে ব্যক্তিকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল তিনি দায়ী নন। তাহলে কেন চাকরি হারাবেন তিনি? আর ভুলের জন্য কেন তাঁকে কোনও ক্ষতিপূরণ দেবে না SSC?