বিভিন্ন মহিলাদের নামে ১ কোটি টাকার লোন তুলে নিজেই আত্মসাৎ, পরিণতি চরম

বিভিন্ন মহিলাদের নামে ১ কোটি টাকার লোন তুলে নিজেই আত্মসাৎ, পরিণতি চরম

তমলুক: বেসরকারি ব্যাঙ্ক থেকে গ্রুপ লোন নিয়ে আত্মসাৎ এর অভিযোগ এক গৃহবধূকে ইলেকট্রিকের পোস্টে বেঁধে বাড়িতে তালা লাগিয়ে গ্রামের মহিলা সহ অন্যান্যরা বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে তমলুকের খারুই গ্রামে। ১৭ মার্চ শুক্রবার এক এক গৃহবধূকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বিক্ষোভ দেখাল প্রতিবেশীরা। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খারুই গ্রামে। ঘটনাস্থলে জড়ো হয় গ্রামবাসীরা।

প্রতিবেশী মহিলাদের অভিযোগ যে কম সুদে কোন পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে প্রতিবেশীদের বেশ কয়েকজন তাদের নিয়ে একটি গ্রুপ করেন বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় এক কোটি টাকা লোন নেয় খারুই গ্রামের রেবতি বারি। অভিযোগ সেই টাকা তিনি একাই আত্মসাৎ করেছেন। তবে গ্রামবাসীদের আরও অভিযোগ যে ‘‘ওই লোনের টাকা আমরা আমাদের নামে লোন করলেও সে টাকা আমরা হাতে পাইনি। রেবতি বারি চড়া সুদে অন্যত্র সে টাকা খাটায় বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ বছর ব্যাঙ্কে কোনও লোনও শোধ করেনি।’’

লোন শোধ না করায় বর্তমানে ব্যাঙ্ক থেকে মহিলাদের নামে নামে নোটিশ আসে দ্রুত লোন শোধ করার। কিন্তু অভিযোগকারী মহিলাদের দাবি তাঁরা তো টাকা হাতেই পায়নি তাঁরা কেন লোন শোধ করবে। আর সেই অভিযোগের ভিত্তিতে এদিন রেবতী বারিকে ইলেকট্রিকের পোস্টে দড়ি দিয়ে বেঁধে বিক্ষোভ দেখায় এবং রেবতীর বাড়িতে তার স্বামীকে বাড়ি থেকে বার করে তালা লাগিয়ে দেয় প্রতিবেশীরা।

অভিযুক্ত রেবতীর কথায় ‘‘দীর্ঘ কয়েক বছর ধরে গ্রুপের মেয়েদের নিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন করে দিই। আমরা প্রায় হাফ টাকা শোধ করে দিয়েছি আর ৫০ লক্ষ টাকা বাকি রয়েছে। দলগতভাবে আমরা সবাই টাকা নিয়েছি আমি ব্যক্তিগতভাবে টাকা নিইনি৷’’

(Feed Source: news18.com)