কাতারের খেতাব ছিনিয়ে নিল সিঙ্গাপুর! পিছিয়ে নেই ভারতও! সেরা বিমানবন্দরের তালিকা

কাতারের খেতাব ছিনিয়ে নিল সিঙ্গাপুর! পিছিয়ে নেই ভারতও! সেরা বিমানবন্দরের তালিকা

কলকাতা: সম্প্রতি প্রকাশ পেল চলতি বছরের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা। প্রথম দশে রয়েছে এশিয়ার একাধিক বিমানবন্দর। এখানেই শেষ নয়, তালিকায় স্থান পেয়েছে এশিয়ার ৫টি আঞ্চলিক বিমানবন্দরও। আর তার মধ্যে রয়েছে ভারতও।

গত ১৫ মার্চ অ্যামস্টারডাম টার্মিনাল এক্সপো-য় ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। আসলে এই বার্ষিক সমীক্ষা করা হয় স্কাইট্র্যাক্স-এর তরফে। সারা বিশ্বের প্রায় ২ কোটি ভ্রমণার্থীর ফিডব্যাকের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তে আসা হয়েছে। সাধারণত চেক-ইনের সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা, ডাইনিং অপশন এবং সর্বোপরি বিমানবন্দরের অভিজ্ঞতা-সহ নানা বিষয়ের উপর ভিত্তি করেই যাত্রীরা বিভিন্ন বিমানবন্দরকে রেটিং দিয়েছেন।

চলতি বছরের তালিকায় এশিয়ারই জয়জয়কার। এ-বারের বিশ্বসেরা বিমানবন্দরের খেতাব পেয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। তবে গত দুই বছর ধরে সেরা বিমানবন্দরের স্থান ধরে রেখেছিল কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এই বছর সেই বিমানবন্দর রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থান থেকে টলানো গেলেও কাতারের এই বিমানবন্দর আরও তিনটি খেতাব জিতেছে। বিশ্বের সেরা এয়ারপোর্ট শপিং সেগমেন্টেও জয়ী হয়েছে এই বিমানবন্দর। সেই সঙ্গে পশ্চিম এশিয়ার সেরা এবং পশ্চিম এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন বিমানবন্দর হিসেবেও নির্বাচিত হয়েছে এটি।

এ-দিকে আবার নিজের স্থান ধরে রেখেছে টোকিওর হানেডা বিমানবন্দর। এই নিয়ে টানা ২ বছর তৃতীয় স্থানে রয়েছে টোকিওর এই এয়ারপোর্ট। এ-ছাড়া এর ঝুলিতেও রয়েছে আরও খেতাব। বিশ্বের সব থেকে পরিষ্কার বিমানবন্দর, বিশ্বের সেরা ডোমেস্টিক এয়ারপোর্ট এবং সেরা এয়ারপোর্ট পিআরএম ও অ্যাকসেসিবল ফেসিলিটিজ হিসেবে নির্বাচিত হয়েছে।

দোহা বিমানবন্দর দোহা বিমানবন্দর

এখানেই শেষ নয়, খেতাব এসেছে ভারতের ঝুলিতেও। ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে দিল্লি বিমানবন্দর। আবার ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দর এবং সেরা বিমানবন্দরকর্মীর খেতাব জিতেছে হায়দরাবাদ বিমানবন্দর। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও বিদেহ কুমার জয়পুরিয়ার বলেন, “অনন্য এই কৃতিত্ব আসলে সমস্ত স্টেকহোল্ডারদের কঠোর পরিশ্রমেরই ফল। স্কাইট্র্যাক্সের এই উদ্যোগের জেরে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভাল অভিজ্ঞতা প্রদানের জন্য কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ হয়েছে।”

স্কাইট্র্যাক্স-এর সমীক্ষা অনুযায়ী বিশ্বের সেরা ২০টি বিমানবন্দরের তালিকা ক্রমানুসারে:

১. সিঙ্গাপুর- চাঙ্গি বিমানবন্দর

২. দোহা- হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর

৩. টোকিও- হানেডা আন্তর্জাতিক বিমানবন্দর 

৪. ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর

৫. প্যারিস বিমানবন্দর

৬. ইস্তানবুল বিমানবন্দর

৭. মিউনিখ বিমানবন্দর

৮. জুরিখ বিমানবন্দর

৯. টোকিও- নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর

১০. মাদ্রিদ-বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর

১১. ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর

১২. হেলসিঙ্কি-ভ্যান্টা বিমানবন্দর

১৩. রোম ফিউমিচিনো বিমানবন্দর

১৪. কোপেনহ্যাগেন বিমানবন্দর

১৫. কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর

১৬. চুবু সেন্ট্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (জাপান)

১৭. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

১৮. সিয়াটল আন্তর্জাতিক বিমানবন্দর

১৯. মেলবোর্ন বিমানবন্দর

২০. ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর

(Feed Source: news18.com)