ওয়াংখেড়েতে টস জিতলেন হার্দিক পান্ডিয়া, অস্ট্রলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতের

ওয়াংখেড়েতে টস জিতলেন হার্দিক পান্ডিয়া, অস্ট্রলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতের

মুম্বই: চলতি বছরে দেশের মাটিতেই এক দিনের বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে দেতার পর এবার ৩ ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি দুই দল। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ। রোহিত শর্মা না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। একদিনের ক্রিকেটে প্রথমবার অধিনায়কত্ব করবেন কারকা অলরাউন্ডার। জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া টিম ইন্ডিয়া। অপরদিকে, টেস্ট সিরিজের হার ভুলে একদিনের সিরিজে ঘুড়ে দাঁড়াতে বদ্ধপরিকর ব্যাগি গ্রিনরা।

একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে টস ভাগ্য সাথ দিল হার্দিক পান্ডিয়ার। ওয়াংখেড়েতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে হার্দিক। দিন-রাতের খেলায় রাতের দিকে শিশির সমস্যার সুবিধা যাকে ব্যাটাররা নিতে পারে, একইসঙ্গে ফ্রেস উইকেটে পেসারদের জন্য উইকেটে যে সাহায্য রয়েছে তা নেওয়ার জন্যই টস দিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া। অপরদিকে টস হারলেও বড় রান করে প্রতিপক্ষকে লড়াই দিতে প্রস্তুত স্টিভ স্মিথের দল।

ভারতীয় দলের প্রথম একাদশ: ইশান কিশান, শুবমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক: ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশানে, জস ইঙ্গলিশ (উইকেট রক্ষক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

(Feed Source: news18.com)