পিহানি: শুধু চুরি করেই থেমে থাকেনি দুই চোর। দোকানে ভর্তি ভর্তি মদ এবং বিয়ারের বোতল থেকে আর লোভ সামলাতে পারেনি তারা। পালানোর আগে দোকানে বসেই মদ ইচ্ছামতো পান করে নেয় তারা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিহানি এলাকায়।
শহরের হামিদ আলি ইন্টার কলেজের সামনে একটি বিদেশি মদের ও বিয়ারের দোকান রয়েছে। পাশেই বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার দিন রাতে মদের দোকান বন্ধ ছিল। পাশেই পুলিশ পিকেট থাকায় নিশ্চিন্ত ছিলেন দোকান মালিকও। পরের দিন সকালে দোকান খুলতেই মাথায় হাত পড়ে যায় তাঁর। কারণ দোকানে শাটার ভাঙা, সেই সঙ্গে গায়েব প্রচুর মদের বোতল।
দোকান মালিক জানান, গোটা দোকানে বিয়ারের ক্যান ছড়িয়ে রয়েছে। মদের গ্লাসও পড়ে রয়েছে। আনুমানিক ১৪ হাজার টাকা বিদেশি মদ এবং ৬৫ হাজার টাকার বিয়ার নিয়ে পালিয়েছে চোরেরা। সেই সঙ্গে দোকানে থাকা প্রচুর নগদ টাকাও নিয়ে গিয়েছে। দোকান মালিক জানিয়েছেন, দোকানের মধ্যে সিসিটিভি রয়েছে। কিন্তু সেটা দেখেও ভয় পায়নি চোরেরা। চুরি করার মাঝে দোকানে বসে মদ্যপানও করেছে তারা।
বিষয়টি নিয়ে স্বাভাবিক ভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, দোকানের সামনেই রয়েছে পুলিশ পিকেট। সেই পিকেটে সবসময়ের জন্য ৪ জন পুলিশকর্মীর থাকার কথা। কিন্তু অভিযোগ, ঘটনাক সময়ে মাত্র ২ জন পুলিশকর্মী ডিউটিতে ছিলেন। তাঁরা কেউই শাটার ভাঙা শব্দে টেরই পাননি।