রোজকার জীবনে হাজার ব্যস্ততা থাকলেও পরিশ্রম করলেও রাতে ভাল ঘুম হয় না এমন মানুষের সংখ্যা কম নেই। হাজার চেষ্টা করলেও অনিদ্রার সমস্যায় ভোগেন অসংখ্য মানুষে। সারাদিনে হাজার ক্লান্তি থাকলেও ক্লান্তি কাটানোর কোনও উপায় থাকেনা অনেকেরই।
সেক্ষেত্রে কিছু ম্যাজিকাল ফর্মুলা মানলে সহজেই রাতে ঘুম আসবে।
রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা ভিজে টাওয়াল ঘাড়ে রাখা যেতে পারে। এতে ক্লান্তি কাটে ও সহজেই ঘুম আসে।
রাতে ভাল ঘুম আনতে যোগ ব্যায়ামের অভ্যাস রাখতে হবে। যোগ ব্যায়াম অভ্যাস করলে অনিদ্রার সমস্যা কাটে।
রাতে ঘুমানোর আগে গরম দুধ খাওয়া যেতে পারে। গরম দুধ ঘুম আনতে সহায়ক।
রাতে সফ্ট মিউজিক শোনা যেতে পারে। সফ্ট মিউজিক শুনলে মস্তিষ্কে আরাম বোধ হয় এবং সহজেই ঘুম আসে।
(Feed Source: news18.com)