বিয়ের আগেই সিঙ্গল ফাদার, বিয়েতে অতিথি ছিলেন ১০ হাজার গৃহহীন ও অনাথ শিশু

বিয়ের আগেই সিঙ্গল ফাদার, বিয়েতে অতিথি ছিলেন ১০ হাজার গৃহহীন ও অনাথ শিশু

ইনদওর : ৯ বছর আগে ২৮ বছর বয়সি আদিত্য তিওয়ারি যখন বিশেষ ক্ষমতাসম্পন্ন এক শিশুকে দত্তক নিতে চেয়েছিলেন, অনেকেরই ভ্রূকুঞ্চিত হয়েছিল৷ কিন্তু অসম্ভবকেই তিনি সম্ভব করেছিলেন৷ তার পরও বার বার উজান স্রোতে পাড়ি দিয়েছেন এই ইঞ্জিনিয়ার৷ ২০১৫ সালের অক্টোবর মাসে আদিত্য ডাউন সিন্ড্রোমে আক্রান্ত এক শিশুকে দত্তক নিয়েছিলেন৷ দেশের সর্বকনিষ্ট সিঙ্গল ফাদার ছেলের নাম রাখেন বিন্নি, ভাল নাম দেওয়া হয় অবনীশ৷ পরের বছরই বিয়ে করেন আদিত্য৷ ইনদওরের এক তরুণীকে তাঁর বিয়ে করার পর্ব এবং উদযাপনও ছিল গতানুগতিকতার থেকে বহু দূরে৷

তাঁর বিয়েতে আমন্ত্রিত ছিলেন গৃহহীন এবং অনাথাশ্রমের শিশুরা৷ নিমন্ত্রিতের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১০ হাজার৷ নিমন্ত্রিতদের জন্য রিটার্ন গিফ্ট ছিল ওষুধ এবং গাছের চারা৷ এখানেই শেষ নয়৷ পথের পশু এবং চিড়িয়াখানার বাসিন্দা মিলিয়ে মোট ১ হাজারের বেশি পশুপ্রাণীর জন্যও খাবারের বন্দোবস্ত করেন তিনি৷ তারাও ছিল তাঁর বিয়ের অতিথি৷ যাদের কাছে কোনওদিন কোনও নিমন্ত্রণের চিঠি পৌঁছয় না, সেই গৃহহীন, অনাথাশ্রমের শিশু এবং পশুপ্রাণীদের জন্য তিনি রেখেছিলেন ভুরিভোজের ব্যবস্থা৷

জীবনসঙ্গিনী খুঁজতে সময় নেনে আদিত্য৷ কিন্তু তিনি ঠিক করেছিলেন যাঁকে বিয়ে করবেন তিনি যেন বিন্নিকে তাঁর মতোই ভালবাসেন৷ তাঁর সে ইচ্ছে পূর্ণ হয়েছে৷ আদিত্যর কথায়, স্ত্রী তাঁর থেকেও বেশি ভালবাসেন অবনীশকে৷ ছেলের পরিবার সম্পূর্ণ হতে দেখে খুশি আদিত্যর বাবাও৷ তাঁর মতে, ভালবাসাই পারে সব ক্ষত উপশম করতে৷ আপনজনদের পরিচর্যায় আগের থেকে অনেকটাই ভাল আছে ছোট্ট অবনীশও৷

(Feed Source: news18.com)