Kalighat Kaku: সিবিআইয়ের দুয়ারে যাবেন না কালীঘাটের কাকু, ‘আমার সাহেব অভিষেক’

Kalighat Kaku: সিবিআইয়ের দুয়ারে যাবেন না কালীঘাটের কাকু, ‘আমার সাহেব অভিষেক’

 গোটা বাংলা জানতে চাইছিল কে এই কালীঘাটের কাকু। গোপাল দলপতি বলেছিলেন এই কাকুর কথা। তবে  নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত তাপস মণ্ডল প্রথম তার নাম সামনে এনেছিলেন। তিনি বেহালার সুজয় কৃষ্ণ ভদ্র। তিনিই সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন তাঁর বসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কালীঘাটের কাকুর সম্প্রতি সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন। তবে সোমবার ফের সিবিআই অফিসে যাওয়ার কথা প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিবিআই ডাকেনি। শুধুমাত্র নথি চেয়েছে। তাই প্রতিনিধি যাচ্ছেন তা জমা দিতে।

এর সঙ্গেই সংবাদমাধ্যমে কালীঘাটের কাকু জানিয়েছেন, এর আগে কয়লা দুর্নীতি মামলায় আমায় ডেকেছিল সিবিআই। আমি গিয়েছিলাম। এরপর আজ অবধি আমার আর ডাক পড়েনি। তবে সম্প্রতি অবশ্য় নিয়োগ কেলেঙ্কারিতে একবার সিবিআইয়ের তলবে সাড়া দিয়েছেন তিনি।সেখান থেকে বেরিয়ে তদন্ত নিয়ে তিনি কিছু বলতে চাননি।তিনি যে এই নিয়োগ কেলেঙ্কারির কিছুই জানেন না তা তিনি আগেই জানিয়েছিলেন।

তবে কালীঘাটের কাকুর ভূমিকা নিয়ে এখনও সব সংশয় কাটেনি। তবে এর আগে তিনি সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক সব মন্তব্য করেছেন। তিনি জানিয়েছিলেন, তাপস মণ্ডলকে চিনি না, আর আমার কর্মস্থল নিউ আলিপুর। কালীঘাটের কাকু কোথা থেকে এল বলা সম্ভব নয়। তিনি জানিয়েছিলেন আমি চাকরি দিতে পারলে ভাইঝিকেই চাকরি দিতাম। এমএ বিএড পাশ করেই ভাইঝির চাকরি হয়নি।  আমি চাকরি করাতে পারলে তাদের চাকরি হয়ে যেত।

এর সঙ্গেই তিনি জানিয়েছিলেন, আমার সাহেবকে ছুঁতে না পেরে, আমি পর্যন্ত এসে থেমে যাচ্ছে। কে আপনার সাবেন? প্রশ্ন করেছিল সংবাদমাধ্য়ম। কালীঘাটের কাকুর উত্তর ছিল, আমার সাহেব অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ২০০৯ সাল থেকে অভিষেকের অফিসে চাকরি করি।  এর সঙ্গেই তিনি জানিয়েছিলেন, কুন্তল যেদিন বলবে টাকা দিয়েছি সেদিন জবাব দেব। একেবারে সোজা সাপটা উত্তর দিয়েছিলেন সুজয় ভদ্র।

তবে সূত্রের খবর এবার সুজয় ভদ্রের হিসেব নিকেশগুলো খতিয়ে দেখবেন তদন্তকারীরা। তিনি কীভাবে সম্পত্তি করেছেন সেটাও দেখতে পারেন তদন্তকারীরা।এর সঙ্গেই এই নিয়োগ কেলেঙ্কারিতে আর কারা যুক্ত সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একের পর এক সূত্র সামনে আসছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির কথাও সামনে আসছে। কুন্তলের বিপুল টাকা কীভাবে এসেছিল সেটাও জানার চেষ্টা করছে ইডি।

(Feed Source: hindustantimes.com)