শহরে পা রাখলেন নাইটরা, ভারতের জয়, বিয়ে করছেন প্রীতম, আজকের সেরা খেলার খবরের একঝলক

শহরে পা রাখলেন নাইটরা, ভারতের জয়, বিয়ে করছেন প্রীতম, আজকের সেরা খেলার খবরের একঝলক

কলকাতা: আজকের সেরা খেলার খবরগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক –

কবে অনুশীলন শুরু নাইটদের

আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দলই। আগামী ৩১ মার্চ শুরু হতে চলেছে টুর্নামেন্ট। তার আগে এদিন শহরে এসে পৌঁছলেন নাইট রাইডার্সের সাপাের্ট স্টাফরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সহকারি কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ ভরত অরুণকে দেখা গেল বিমানবন্দরে নামতে। সঙ্গে এসেছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তিনি আদৌ টুর্নামেন্টে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন কি না, তা নিয়ে যদিও সন্দেহ রয়েছে।

আগামী ২১ মার্চ যাদবপুরে অনুশীলন অনুশীলন শুরু হওয়ার কথা ছিল কেকেআরের। কিন্তু এই মুহূর্তে প্রতিদিনই কলকাতায় বৃষ্টি হচ্ছে। তার জন্য ইডেন গার্ডেন্সে ইন্ডোর সেশন করবে নাইট বাহিনী। উপস্থিত থাকবেন অধিনায়ক শ্রেয়স আইয়ারও। আগামী ১ এপ্রিল প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। তার জন্য ২৯ মার্চ মোহালির উদ্দেশ্যে পাড়ি দেবে কলকাতা নাইট রাইডার্স শিবির। বৃষ্টি যদি না হয় তবে ২২ তারিখ থেকে ইডেন গার্ডেন্সে সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন সারবে নাইট শিবির। ২৫ মার্চ সিএবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে কেকেআর। আগামী ২৭ মার্চ নিজেদের মধ্যে ২টো দল বানিয়ে প্র্যাক্টিস ম্যাচ খেলবে কেকেআরের ক্রিকেটাররা।

জয় অজিদের

ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। মাত্র ১১৮ রান তাড়া করতে নেমে ১১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল স্টিভ স্মিথের দল। ওপেনিংয়ে নেমে মিচেল মার্শ ও ট্রাভিস হেড ২ জনেই অপরাজিত অর্শতরানের ইনিংস খেললেন। অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন মার্শ ও হেড।

সাত দিনের আইসোলেশন

আসন্ন মরসুমে জৈব বলয়ের বাধা নেই। তবে আইপিএল ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে আগ্রহী নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী আইপিএলের সময় কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাঁকে সেই সময় মাঠে নামার অনুমতি দেওয়া হবে না। উপরন্তু, আক্রান্ত ব্যক্তিকে দলের বাকি সকলের থেকে পৃথকভাবে সাতদিন আইসোলেশনে কাটাতে হবে। করোনা আক্রান্ত ক্রিকেটারের রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ আসছে, ততক্ষণ তিনি অনুশীলনও করতে পারবেন না। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার পাঁচদিনের আগে আবার পরীক্ষাও করা যাবে না বলেই খবর।

প্রীতম কোটালের বিয়ে

রক্ষা করেছেন অনুরাগীদের দেওয়া প্রতিশ্রুতি, এ বার বিশেষ জনকে দেওয়া কথা রাখার পালা। আইএসএল ট্রফি জেতার পাশাপাশি ব্যক্তিগত জীবনের একটি সুখবর দিলেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। সামনের মাসে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সোনেলা পালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন প্রীতম। ১৭ এপ্রিল বালি জেটিয়া বাড়িতে বিয়ের অনুষ্ঠান।

(Feed Source: abplive.com)