বালিশের নীচে বা মাথার কাছে ফোন রেখে ঘুমোন, খবরদার! ঘটতে পারে বড় দুর্ঘটনা

বালিশের নীচে বা মাথার কাছে ফোন রেখে ঘুমোন, খবরদার! ঘটতে পারে বড় দুর্ঘটনা

মোবাইলে বিস্ফোরণের কথা তো আজকাল আমরা প্রায়ই শুনি। কিন্তু, কেন সেই বিস্ফোরণ হয়, তা কি আমরা জানি? মোবাইলের ব্যাটারি খারাপ হয়ে যাওয়াই কিন্তু মোবাইল বিস্ফোরণের সবচেয়ে বড় কারণ। ভাবছেন, বাইরে প্রচণ্ড গরম, তাই আপনার ফোনের ব্য়াটারিও তেতে গেছে! সত্যিই কি তাই? তা কিন্তু নাও হতে পারে। কম দামী ফোনের ক্ষেত্রেই বেশি ঘটে এই বিপদ। কারণ, এই ধরনের ফোনে ব্যাটারি-কুলিং-এর ব্য়বস্থা থাকে না। তাই বেশি ব্যবহারে ব্য়াটারি গরম হয়ে যায়। ফলে বাড়ে ফোন ফেটে যাওয়ার সম্ভাবনা। (ছবি- শাটারস্টক)