কুন্তলের মাধ্যমে অয়ন শীলের টাকা পৌঁছত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে: ED

কুন্তলের মাধ্যমে অয়ন শীলের টাকা পৌঁছত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে: ED

নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার অয়ন শীলকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করল ইডি। ইডির আইনজীবী এদিন আদালতে জানান, অয়ন শীলের কাছ থেকেই দুর্নীতির টাকা পৌঁছত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আর দু’জনের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন কুন্তল ঘোষ। ইডির এই দাবিতে, কুন্তলকে চিনি না বলে পার্থ যে দাবি করেছিলেন তা নস্যাৎ হয়ে গেল।

এদিন ব্যাঙ্কশাল আদালতে ইডির আইনজীবী জানান, চাকরি বিক্রির টাকা সংগ্রহ করতেন অয়ন শীল। সেই টাকা অয়নের কাছ থেতেই পৌঁছত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আর দু’জনের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন কুন্তল। ইডির জানিয়েছে, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফোন ও চ্যাট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। তবে শুধু কুন্তল নন, অয়ন ও পার্থর মধ্যে যোগাযোগ রাখতেন আরও অন্তত ৪ জন প্রভাবশালী। তাদের নামও জানতে পেরেছে ইডি।

ইডির তরফে জানানো হয়েছে, অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। ইডি নিশ্চিত যে নিয়োগ দুর্নীতির টাকাই লেনদেন হয়েছে অয়নের অ্যাকাউন্টের মাধ্যমে। বলে রাখি, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া মোট নগদের অংক এই অংকের প্রায় সমান।

এদিন আদালতে ইডির বক্তব্যে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি নস্যাৎ হয়ে গেল। গত ২১ জানুয়ারি কুন্তল ঘোষের গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, তিনি কুন্তলকে চেনেন না। এমনকী প্রেসিডেন্সি জেলে কুন্তলকে ডেকে পার্থ বলেন, এই ছেলে তুমি আমাকে চেনো? আমার নামটাই বলতে হল? কিন্তু ইডির পেশ করা তথ্যে স্পষ্ট, পার্থ ও কুন্তল পরস্পরের পরিচিত ছিলেন।

(Feed Source: hindustantimes.com)