ফের অ্যামাজন-এ ধস ! আবারও ৯০০০ কর্মী ছাঁটাই করছে এই নামী ই-কমার্স সংস্থা

ফের অ্যামাজন-এ ধস ! আবারও ৯০০০ কর্মী ছাঁটাই করছে এই নামী ই-কমার্স সংস্থা

নয়াদিল্লি: অনেক বহুজাতিক সংস্থার মতো ২০২২ সালে বিশ্ব জুড়ে চলতে থাকা আর্থিক মন্দার প্রভাব পড়েছিল অ্যামাজনেও। গত বছর দু’দফায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল এই নামী ই-কমার্স সংস্থাটি। চলতি বছরের শুরুতেও বিশ্বব্যাপী ১৮, ০০০ কর্মী ছাঁটাই করে অ্যামাজন। এবার ফের দুঃসংবাদ অ্যামাজন কর্মীদের জন্য। সোমবারই সংস্থার তরফে জানানো হয়, ফের ৯০০০ কর্মী ছাঁটাই করা হবে। আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া।

অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি বলেন, ” সংস্থার বার্ষিক পরিকল্পনা প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় চলতি মাসেই শেষ হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অতিরিক্ত নিয়োগের ক্ষেত্রে ছাঁটাই করা হবে।” যদিও তিনি জানান, কিছু ক্ষেত্রে অ্যামাজন এখনও লোক নেবে।

কোম্পানির চুক্তি অনুযায়ী, কর্মীদের ছাঁটাইয়ের ২৪ ঘন্টা আগে নোটিস দেওয়া হবে। একইসঙ্গে বরখাস্ত কর্মীদের বেতন , ট্রানজিশনাল হেলথ ইনস্যুরেন্স ইত্যাদির সুবিধা দেওয়া হবে। যদিও আগামী দিনে আরও কর্মীদের চাকরিতে প্রভাব পড়বে কিনা সে’বিষয়ে অ্যামাজন এখনও পরিষ্কার করে জানায়নি।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই ফেসবুক-এর তরফে জানানো হয়, তারা এই বছরই ১০,০০০ কর্মী ছাঁটাই করবে।

(Feed Source: news18.com)