এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব ইডি-র !

এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব ইডি-র !

কলকাতা : টেটের তথ্য চেয়ে এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব ইডি-র। টেটের প্যানেল সংক্রান্ত নথি ও তথ্য নিয়ে হাজিরার নির্দেশ। ‘২০১৪-তে অতিরিক্ত নিয়োগ নিয়ে তথ্য চেয়েছে ইডি। বেশিরভাগ তথ্যই আগে সিবিআইকে দেওয়া হয়েছে,
তা নিয়ে তদন্তও করছে সিবিআই’, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আজ পর্ষদের পক্ষ থেকে প্রতিনিধি যাবেন ইডি দফতরে, জানান তিনি। গৌতম পাল বলেন, সচিবের পদ এই মুহূর্তে ফাঁকা। তাঁর পরিবর্তে একজন আধিকারিক যাবেন।

‘নিয়োগ দুর্নীতি’-র (Reqruitment Scam) মধ্যেই সম্প্রতি প্রাথমিক টেটের ফল (Primary TET) প্রকাশ হয়। বিকাশভবনে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে ভরসা দিতে পর্ষদ একাধিক যুগান্তকারী পরিবর্তন এনেছে। নিয়োগে স্বচ্ছতা আনতে সচেষ্ট রাজ্য সরকার।’

(Feed Source: abplive.com)