দাম্পত্য় কলহের অবসান হবে কীভাবে? স্ত্রী শাবানা আজমিকে শিখিয়েছিলেন জাভেদ আখতার

দাম্পত্য় কলহের অবসান হবে কীভাবে? স্ত্রী শাবানা আজমিকে শিখিয়েছিলেন জাভেদ আখতার

কলকাতা:শাবানা আজমি ও জাভেদ আখতার বলিউডের সেলিব্রিটি কাপলের মধ্য়ে অন্য়তম। সম্প্রতি অভিনেত্রী নিজের বিবাহিত জীবনের এক গোপন তথ্য় শেয়ার করেছেন তাঁর ভক্তদের সঙ্গে। তিনি জানান, তিনি ও তাঁর স্বামী অর্থাৎ জাভেদ আখতারের মধ্য়ে যাতে খুব বেশ ঝগড়াঝাটি না হয় তার জন্য় একটি জাদু কৌশল ব্য়বহার করতেন জাভেদ আখতার। তিনি বলেছেন এটি একটি বিশেষ মন্ত্র যা সকল দম্পতিদের মেনে চলা উচিত।

শাবানা আজমি এবং জাভেদ আখতার প্রায় চার দশক ধরে বিবাহিত এবং তারা প্রায়শই তাঁদের বন্ধুত্বের কথা বলে থাকেন। তাঁদের দাবি বন্ধুত্বই তাঁদের বিবাহের ভিত্তি। শাবানা আজমি জানান, দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য জাভেদ আখতার তাঁকে বিশেষ কিছপ জিনিস শিখিয়েছিলেন। অভিনেত্রী এও জানান যে, আর পাঁচটা দম্পতির মতই তাঁদের মধ্য়েও ঝগড়াঝাটি হত ও কখনও কখনও তা চরমে পৌঁছে যেত। কিন্তু এই সমস্য়া সমাধানের উপায়ও আছে বলে জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে শাবানা জানান যে, কলহ মেটানোর জাদু কৌশল আমাকে স্বামী জাভেদ আখতার শিখিয়েছেন। একটা মজার জিনিস উনি আমাকে শিখিয়েছিলেন যে, আমরা যখন একে অন্যের উপর ভয়ঙ্কর চটে যাব, তখন আমাদের একজনকে বলতে হবে এবার থামো। আর এক জন সেটা শুনে থেমে যাব। পাশাপাশি তিনি এও জানান, যখন কেউ কারও ওপর রেগে যায়, তখন এমন কথা বলতে থাকি, যার জন্য় আমরা পরে অনুতপ্ত হই। আর থামো বলার সঙ্গে সঙ্গেই তাঁরা লড়াই ছেড়ে দেন এবং পরে যখন তারা শান্ত অবস্থায় থাকেন তখন বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখেন।

অভিনেত্রী আরও বলেন, ‘এটি এমন একটি মন্ত্র যা আমি মনে করি সমস্ত দম্পতিদের অনুশীলন করা উচিত। কারন ঝগড়া চলাকালীন একে অপরকে থামো বলার মধ্যমে এটা বোঝাতে হবে যে যখন দুজনের মনই শান্ত থাকবে তখন বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করা যাবে। এতে আপনার সঙ্গী হতাশও হবেন না ও ঝগড়াও মিটে যাবে।’

শাবানা আজমি বলেন, সম্মান হল যে কোনও সম্পর্কের ভিত্তি। তাই এক্ষেত্রেও সঙ্গীকে সম্মান করা বাঞ্চনীয়।

(Feed Source: abplive.com)