Anti Submarine: কলকাতার গার্ডেনরিচে তৈরি হল নেভির যুদ্ধজাহাজ, ঘুম উড়বে শক্রর

Anti Submarine: কলকাতার গার্ডেনরিচে তৈরি হল নেভির যুদ্ধজাহাজ, ঘুম উড়বে শক্রর

ভারতীয় নৌসেনা ফের অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজকে জলে নামাল। এটি হল Anti Submarine warfare Shallow water craft। খিদিরপুর ইয়ার্ডে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্ববধানে তৈরি হয়েছে এই জাহাজ। মঙ্গলবারই প্রথম জলে নামল এই যুদ্ধ জাহাজ। আগামী বছর এটি নৌবাহিনীতে কার্যকরী হবে। তবে তার আগে এটিতে অস্ত্র সংযুক্ত করা হবে।

জাহাজের নাম INS Androth। ভাইস অ্য়াডমিরাল দীনেশ কে ত্রিপাঠি কমান্ডিং অফিসার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তাঁর স্ত্রী শশী ত্রিপাঠি এই জাহাজের সূচনা করেন। এই অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণলাল উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে GRSE চেয়ারম্যান নেভির ভাইস অ্য়াডমিরাল কিরণ দেশমুখ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জিআরএসই সব মিলিয়ে আটটি ASWSWC ভারতীয় নেভির জন্য তৈরি করেছে। কার্যত এগুলিকে নিঃশব্দ ঘাতক হিসাবে গণ্য করা হয়। উপকূল এলাকায় কোথাও শত্রুপক্ষের সাবমেরিন ঘুরছে কি না তা খুঁজে বের করবে এই যুদ্ধ জাহাজ।

এটির দৈর্ঘ্য ৭৭.৬ মিটার। চওড়া ১০.৫ মিটার। তিনটি ডিজেল চালিত ওয়াটার জেট এটি চালিয়ে নিয়ে যাবে। শত্রুর সাবমেরিনকে খুঁজে বের করে আঘাত হানতে সমর্থ এই যুদ্ধ জাহাজ। আর সেটাই তৈরি হল গার্ডেনরিচে।

২৫ নট স্পিডে এটি যাতায়াত করতে পারবে। হালকা টরপেডো নিয়ে যেতে পারবে এই জাহাজ। রিমোট নিয়ন্ত্রিত বন্দুক, রকেট, মাইনে সজ্জিত থাকবে এই জাহাজ। শত্রুপক্ষকে কাবু করতে অত্যন্ত দক্ষ এই জাহাজ। একেবারে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত থাকবে।শত্রুকে খুঁজে বের করে একেবারে নিকেশ।

নেভি আরও শক্তিশালী হবে এই জাহাজ হাতে পাওয়ার। আর ঘুম উড়বে শত্রুপক্ষের। জলের নীচ দিয়ে এসে কোনও শত্রুর সাবমেরিন যদি ভারতে আঘাত হানতে আসে তবে একেবারে গুড়িয়ে দেবে তাকে। এতটাই ক্ষমতাশালী এই জাহাজ। অ্যান্টি সাবমেরিন জাহাজ। বাংলায় তৈরি হল এই জাহাজ। এবার অস্ত্রে সজ্জিত হবে। এই প্রথম জল স্পর্শ করল নেভির এই যুদ্ধ জাহাজ।

(Feed Source: hindustantimes.com)