Zee মিউজিকের সঙ্গে চুক্তি হল না! Spotify থেকে বাদ গেল বহু বলিউড গান

Zee মিউজিকের সঙ্গে চুক্তি হল না! Spotify থেকে বাদ গেল বহু বলিউড গান

জি মিউজিক কোম্পানির সব গান সরাতে হল মিউজিক স্ট্রিমিং অ্যার Spotify-কে। গত সপ্তাহে তাদের লাইসেন্সিং চুক্তির রিনিউয়ালের পরিকল্পনা ভেস্তে যায়। আর সেই কারণেই বহু জনপ্রিয় হিন্দি গান বাদ দিতে হল তাদের। বলিউড গানের অনুরাগীরা এতে বেশ বিরক্ত। বিশেষত যাঁরা স্পটিফাই প্রিমিয়াম নিয়েছিলেন, তাঁরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকে সাবস্ক্রিপশন ছেড়ে দেবে বলেও হুমকি দিয়েছেন।

এমনিতেই এক সময়ে স্পটিফাইতে ভারতীয় গানের সংখ্যা কম ছিল। তবে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় শিল্পীদের সংখ্যা বাড়িয়েছে স্পটিফাই ইন্ডিয়া। কিন্তু এর পরপরই এমন ঘটনায় যে স্পটিফাই বেশ কিছুটা পিছিয়ে গেল, তা বলাই বাহুল্য।

জি মিউজিক এর আগে আরও এক জনপ্রিয় মিউজিক অ্যাপ Gaana-র সঙ্গে তাদের চুক্তির রিনিউয়াল বাতিল করে। ২০২২ সালেই Gaana থেকে তাদের গান সরিয়ে নেওয়া হয়। এর কয়ের মাস পরপরই Gaana ‘সাবস্ক্রিপশন-অনলি’ অ্যাপে পরিণত হয়।

বিলবোর্ডের এক রিপোর্ট অনুযায়ী, স্পটিফাই কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘স্পটিফাই এবং জি মিউজিক লাইসেন্সিং চুক্তি করতে পারেনি। তবে স্পটিফাই জি মিউজিকের সঙ্গে চুক্তি করার উপায় খুঁজে চলেছে। চেষ্টা চালিয়ে যাওয়া হবে। শীঘ্রই কোনও উভয়সম্মত সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশা করা হচ্ছে।’

অনেকে অবশ্য টুইটারে এই পদক্ষেপ নিয়ে কড়া সমালোচনা করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বলিউডের সঙ্গে স্পটিফাই ঝগড়া করছে। প্রায় সব গানই বন্ধ করে দিয়েছে। দারু দেশি এবং কালা চশমার মতো গানের বদলে ওদের আছেটা কী?’ অপর এক ব্যবহারকারী বলেছেন, ‘Spotify থেকে নাগাদা সাং ঢোল-সহ বলিউডের গানের পুরো সম্ভারই সরিয়ে দেওয়া হয়েছে। আমার এই সপ্তাহটাই নষ্ট হয়ে গেল।’

সময়ের সঙ্গে যদিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির ভবিষ্যত অনিশ্চিত হচ্ছে। তাদের মূল প্রতিযোগিতা ইউটিউব মিউজিকের সঙ্গে। স্পটিফাইকে বিভিন্ন মিউজিক লেবেলের সঙ্গে মোটা টাকার চুক্তি করতে হয়। তবে তারা সেই গান অ্যাপে রাখার অধিকার পায়। অন্যদিকে গ্রাহকদের সাবস্ক্রিপশনের টাকায়, কিংবা গানের মাঝে বিজ্ঞাপন চালিয়ে তারা টাকা তোলে।

এদিকে ইউটিউবে মিউজিক লেবেল, শিল্পীরা নিজেরাই যেচে গান-মিউজিক ভিডিয়ো আপলোড করে। ফলে সেখানে ইউটিউবের খরচ নেই। তাছাড়া ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন ক্রমেই জনপ্রিয় হচ্ছে। সেটা করে নিলেই ইউটিউব মিউজিকে বিশ্বের প্রায় সমস্ত গান এসে যাচ্ছে। রয়েছে জনপ্রিয় পডকাস্টও সেই কারণে সময়ের সঙ্গে চাপ বাড়ছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির উপর।

(Feed Source: hindustantimes.com)