Zee মিউজিকের সঙ্গে চুক্তি হল না! Spotify থেকে বাদ গেল বহু বলিউড গান
জি মিউজিক কোম্পানির সব গান সরাতে হল মিউজিক স্ট্রিমিং অ্যার Spotify-কে। গত সপ্তাহে তাদের লাইসেন্সিং চুক্তির রিনিউয়ালের পরিকল্পনা ভেস্তে যায়। আর সেই কারণেই বহু জনপ্রিয় হিন্দি গান বাদ দিতে হল তাদের। বলিউড গানের অনুরাগীরা এতে বেশ বিরক্ত। বিশেষত যাঁরা স্পটিফাই প্রিমিয়াম নিয়েছিলেন, তাঁরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকে সাবস্ক্রিপশন ছেড়ে দেবে বলেও হুমকি দিয়েছেন। এমনিতেই এক সময়ে স্পটিফাইতে ভারতীয় গানের সংখ্যা কম ছিল। তবে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় শিল্পীদের সংখ্যা বাড়িয়েছে স্পটিফাই ইন্ডিয়া। কিন্তু এর…