পঞ্চায়েত ভোটের আগে বিহার থেকে আগ্নেয়াস্ত্র আসবে উত্তরবঙ্গে?

পঞ্চায়েত ভোটের আগে বিহার থেকে আগ্নেয়াস্ত্র আসবে উত্তরবঙ্গে?

উত্তর দিনাজপুর: বাংলা লাগোয়া বিহার থেকে উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র। বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে ২০ টি অর্ধনির্মিত দেশি পিস্তল, ১৯ টি পিস্তলের ব্যারেল, ২০ টি পিস্তলের স্লাইডার, ড্রিল মেশিন, একটি দেশি পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী বাজেয়াপ্ত হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গে।

মঙ্গলবার গোপন সুত্রে খবর পেয়ে কলকাতা এসটিএফ, বিহার এসটিএফ ও পূর্ণিয়া জেলা পুলিশ যৌথ অভিযান চালায়। বিহারের একটি বেআইনি অস্ত্র কারখানায় হানা দেয় তিন বাহিনীর এই যৌথ টিম। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। বিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পূর্ণিয়া জেলার কুকরেন গ্রামে যৌথ বাহিনী হানা দিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় তিনজনকে হাতেনাতে ধরা হয়।

একটি বসত বাড়িতে আস্ত অস্ত্র কারখানা গড়ে তোলা হয়েছিল। দুই রাজ্যের পুলিশের অভিযানের পর‌ই গ্রামের মানুষ ওই বাড়ির সামনে ভির জমাতে শুরু করে। এই অস্ত্র বিহার থেকে উদ্ধার হলেও উত্তর দিনাজপুর লাগোয়া এলাকা হওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে মাথাব্যথা বেড়েছে রাজ্য পুলিশের। প্রশ্ন উঠছে, তবে কি এই অস্ত্র কারখানা থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গে আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হত। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিহারের পূর্নিয়া জেলা পুলিশ।

(Feed Source: news18.com)