বোকারো: ছাত্রার শারদ হাসপাতাল থেকে নিখোঁজ নবজাতককে বুধবার বোকারো থেকে উদ্ধার করা হয়েছে। তার জন্মের কয়েক ঘন্টা পরে, হাসপাতালের সহকারী তাকে সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি করে দেয় বলে অভিযোগ। হাজারিবাগের দম্পতি বীরেন্দ্র কুমার ও রীনা দেবী সাড়ে চার লাখ টাকা দিয়ে শিশুটিকে দত্তক নেন।
মামলায় সাড়ে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ তিন দালাল ও হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ছাতরা থেকে সাহিয়া নামে ওই কর্মী ও এক দালালকে আটক করে পুলিশ। তাদের সহযোগিতায় বোকারো থেকে শিশুটিকে দত্তক নেওয়া দম্পতি এবং একজন দালালকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, ছাতরা সদর থানার ডিভা মহলের বাসিন্দা আশা দেবী সদর হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। তার জন্মের পরপরই হাসপাতালের এক কর্মী তাকে বেড়াতে নিয়ে যাওয়ার অজুহাতে বিক্রি করে দেয় বলে অভিযোগ। জানতে চাইলে সে আজেবাজে কথা বলতে থাকে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন আশা দেবী।
এরপর ছাতরা থানা পুলিশ ব্যবস্থা নিয়ে সাহিয়া ও এক দালালকে আটক করে। তারপর বোকারোর আরেক দালাল এবং দত্তক নেওয়া দম্পতিকে আটক করা হয়েছে। ছাতরা পুলিশ নিখোঁজ নবজাতককে বোকারো থেকে ছাতরায় আটক দম্পতি ও দালাল-সহ নিয়ে গিয়েছে। সেখানেই আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(Feed Source: news18.com)