Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
জন্মের কয়েক ঘণ্টা পরই হাসপাতাল থেকে উধাও শিশু, খোঁজ মিলল সুদূর বোকারোতে! কেন?
জন্মের কয়েক ঘণ্টা পরই হাসপাতাল থেকে উধাও শিশু, খোঁজ মিলল সুদূর বোকারোতে! কেন?

বোকারো: ছাত্রার শারদ হাসপাতাল থেকে নিখোঁজ নবজাতককে বুধবার বোকারো থেকে উদ্ধার করা হয়েছে। তার জন্মের কয়েক ঘন্টা পরে, হাসপাতালের সহকারী তাকে সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি করে দেয় বলে অভিযোগ। হাজারিবাগের দম্পতি বীরেন্দ্র কুমার ও রীনা দেবী সাড়ে চার লাখ টাকা দিয়ে শিশুটিকে দত্তক নেন। মামলায় সাড়ে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ তিন দালাল ও হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ছাতরা থেকে সাহিয়া নামে ওই কর্মী ও এক দালালকে আটক করে পুলিশ। তাদের সহযোগিতায় বোকারো থেকে শিশুটিকে দত্তক…

Read More