ভোটের দামামা বাজিয়ে কর্ণাটকে কংগ্রেসের প্রার্থীতালিকা প্রকাশ, রয়েছে কোন চমক? March 26, 2023 | No Comments কর্ণাটক বিধানসভা ভোটের রণদামামা বেজে গেল। এবার কংগ্রেস তার ১২৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল। মে মাসে আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে কার্যত কংগ্রেস জানান দিয়ে দিয়েছে তারা কতটা মুখিয়ে রয়েছে এই ভোট নিয়ে। সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র মাইসুরুর ভরুণা কেন্দ্রের প্রার্থী ছিলেন, তবে সেই কেন্দ্রে ছেলে যতীন্দ্রের জায়গায় এবার খোজা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে থাকা সিদ্দারামাইয়া। উল্লেখ্য, সিদ্দারামাইয়া ছাড়াও কর্ণাটকের ভোটে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ডিকে শিবকুমার। তিনি লড়ছেন কনকপুরা কেন্দ্র থেকে। প্রসঙ্গত, ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা ভোটে ১৫০ আসনকে পকেটে পুরো ফেলার লক্ষ্য রয়েছে কংগ্রেসের। সেই জায়গা থেকে ভোটের তারিখ ঘোষণার আগেই কার্যত কংগ্রেস এই ভোট ঘিরে মহাসমরের ডাক দিয়েছে। উল্লেখ্য, ভোটব্যাঙ্কের হিসাবকে পাখির চোখ করে কংগ্রেস তার প্রার্থা তালিকায় ২০ শতাংস প্রার্থীকে লিঙ্গায়েত সম্প্রদায় থেকে রেখেছে। উল্লেখ্য কন্নড় রাজনীতিতে লিঙ্গায়েত ভোট বেশ তাৎপর্যপূর্ণ। গ্রেসের প্রার্থী তালিকায় যে সমস্ত নাম উজ্জ্বল হচ্ছে, তার মধ্যে রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গের নাম। এছাড়াও বড় নাম হিসাবে রয়েছেন দীনেশ গুন্দুরাও, এমবি পাতিলরা। তবে ভেঙ্কাটরামানাপ্পা কেন্দ্রে কংগ্রেস বর্তমান বিধায়ককে টিকিট না দিয়ে, প্রার্থী করেছে নতুন মুখকে। এদিকে, সিদ্দারামাইয়ার মাইসুরুর বরুণা কেন্দ্র থেকে লড়াইয়ের ঘটনা বেশ কিছুটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিদ্দারামাইয়া নিজে চেয়েছিলেন কোলার থেতে লড়তে। তবে হাইকমান্ড তাতে বাধ সাধে। বর্তমানে তিনি বাদামি কেন্দ্রের বিধায়ক। আর তাঁর ছেলে যতীন্দ্র ছিলেন বরুণা কেন্দ্রের বিধায়ক। সেই জায়গা থেকে সিদ্দারামাইয়ার বরুণা কেন্দ্রে ফিরে আসার ঘটনা কন্নড় রাজনীতিতে ঘুঁটি সাজানোর অঙ্কে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। (Feed Source: hindustantimes.com) দেশ
কর্ণাটক বিধানসভা ভোটের রণদামামা বেজে গেল। এবার কংগ্রেস তার ১২৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল। মে মাসে আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে কার্যত কংগ্রেস জানান দিয়ে দিয়েছে তারা কতটা মুখিয়ে রয়েছে এই ভোট নিয়ে। সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র মাইসুরুর ভরুণা কেন্দ্রের প্রার্থী ছিলেন, তবে সেই কেন্দ্রে ছেলে যতীন্দ্রের জায়গায় এবার খোজা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে থাকা সিদ্দারামাইয়া। উল্লেখ্য, সিদ্দারামাইয়া ছাড়াও কর্ণাটকের ভোটে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ডিকে শিবকুমার। তিনি লড়ছেন কনকপুরা কেন্দ্র থেকে। প্রসঙ্গত, ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা ভোটে ১৫০ আসনকে পকেটে পুরো ফেলার লক্ষ্য রয়েছে কংগ্রেসের। সেই জায়গা থেকে ভোটের তারিখ ঘোষণার আগেই কার্যত কংগ্রেস এই ভোট ঘিরে মহাসমরের ডাক দিয়েছে। উল্লেখ্য, ভোটব্যাঙ্কের হিসাবকে পাখির চোখ করে কংগ্রেস তার প্রার্থা তালিকায় ২০ শতাংস প্রার্থীকে লিঙ্গায়েত সম্প্রদায় থেকে রেখেছে। উল্লেখ্য কন্নড় রাজনীতিতে লিঙ্গায়েত ভোট বেশ তাৎপর্যপূর্ণ। গ্রেসের প্রার্থী তালিকায় যে সমস্ত নাম উজ্জ্বল হচ্ছে, তার মধ্যে রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গের নাম। এছাড়াও বড় নাম হিসাবে রয়েছেন দীনেশ গুন্দুরাও, এমবি পাতিলরা। তবে ভেঙ্কাটরামানাপ্পা কেন্দ্রে কংগ্রেস বর্তমান বিধায়ককে টিকিট না দিয়ে, প্রার্থী করেছে নতুন মুখকে। এদিকে, সিদ্দারামাইয়ার মাইসুরুর বরুণা কেন্দ্র থেকে লড়াইয়ের ঘটনা বেশ কিছুটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিদ্দারামাইয়া নিজে চেয়েছিলেন কোলার থেতে লড়তে। তবে হাইকমান্ড তাতে বাধ সাধে। বর্তমানে তিনি বাদামি কেন্দ্রের বিধায়ক। আর তাঁর ছেলে যতীন্দ্র ছিলেন বরুণা কেন্দ্রের বিধায়ক। সেই জায়গা থেকে সিদ্দারামাইয়ার বরুণা কেন্দ্রে ফিরে আসার ঘটনা কন্নড় রাজনীতিতে ঘুঁটি সাজানোর অঙ্কে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।