শতরূপা কর্মকার: ফর্সা মানেই সুন্দর সেই সংজ্ঞা এখন বদলেছে। ফর্সা হওয়ার ক্রিম না মেখে এখন ত্বকের যত্ন নেওয়া বেশি জরুরি তা বুঝতে শিখেছেন অনেকেই। ত্বকের যত্ন বা স্কিন কেয়ারও আর শুধুমাত্র মহিলাদের মধ্য়ে সীমাবদ্ধ নেই। নারীপুরুষ নির্বিশেষে আট থেকে আশি সকলেই ত্বকের যত্ন নিতে পারেন। আর কিছুদিন পরেই শুরু হবে গ্রীষ্মের দাবদাহ। রোদে ত্বকে দাগ পড়ার আগে থেকেই তাই ত্বকের যত্ন নেওয়া শুরু করে দিন। ত্বকের যত্ন রোজই নেওয়া উচিত যার মধ্য়ে ফেসওয়াশ ও নিয়মিত সানস্ক্রিন ব্য়বহার অন্য়তম। তবে ত্বকের জেল্লা বাড়াতে ঘরোয়া কয়েকটি উপকরণ ব্য়বহার করলেই ফল মিলবে হাতে-হাতে।
ফেসপ্য়াক
ত্বকের জেল্লা বাড়াতে মুলতানি মাটির বিকল্প নেই। গরমে ত্বকের তেল-ভাব দূর করতে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে ব্য়বহার করা যায়। এটি ত্বকের মলিন ভাবও দূর করে জেল্লা ফিরিয়ে আনে।
ট্য়ান রিমুভাল
গরমে ট্য়ান পড়ে যাওয়া সাধারণ ব্যাপার, কিন্তু ট্য়ান তোলা মোটেই সহজ নয়। তবে হাতের কাছে টমেটো থাকলে চিন্তার কোনও কারণ নেই। টমেটোর মধ্য়ে থাকা লাইকোপিন প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে। একটি টমেটো বেটে নিয়ে তাতে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ট্য়ান পড়ে যাওয়া অংশে লাগিয়ে আধঘণ্টা পরে ধুয়ে নিতে হবে।
চোখের যত্ন
পুদিনা পাতার রস, শসার রস ও গোলাপ জল মিশিয়ে তুলোয় ভিজিয়ে ১৫ মিনিট চোখের উপর রাখুন। তার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চাইলে ওই মিশ্রণটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও ব্য়বহার করা যেতে পারে।
ফেস মিস্ট
সব ধরনের ত্বকেই শশা উপকারী। প্রচন্ড গরমে ত্বক ঠান্ডা রাখতে ফেস মিস্ট সবচেয়ে ভালো উপায়। একটি শসা থেঁতো করে তার রস ছেঁকে নিয়ে তাতে এক চামচ গোলাপ জল মিশিয়ে স্প্রেয়ারে ভরে নিতে হবে। গরমে মুখ জ্বালা করলেই এটি মুখে ছিটিয়ে দিন। ব্যস!
উপরের টিপসগুলি নিজে পরখ করে দেখুন। পাশাপাশি ত্বককে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে গরমে প্রচুর জল খান। এছাড়াও ত্বক ভালো রাখতে সুষম খাবারের কোন বিকল্প নেই। তাই চেষ্টা করুন, গরমকাল জুড়ে সুষম খাবার খেতে।
(Feed Source: zeenews.com)