গরমে কীভাবে নেবেন ত্বকের যত্ন? আপনার ঘরেই রয়েছে উপকরণ
শতরূপা কর্মকার: ফর্সা মানেই সুন্দর সেই সংজ্ঞা এখন বদলেছে। ফর্সা হওয়ার ক্রিম না মেখে এখন ত্বকের যত্ন নেওয়া বেশি জরুরি তা বুঝতে শিখেছেন অনেকেই। ত্বকের যত্ন বা স্কিন কেয়ারও আর শুধুমাত্র মহিলাদের মধ্য়ে সীমাবদ্ধ নেই। নারীপুরুষ নির্বিশেষে আট থেকে আশি সকলেই ত্বকের যত্ন নিতে পারেন। আর কিছুদিন পরেই শুরু হবে গ্রীষ্মের দাবদাহ। রোদে ত্বকে দাগ পড়ার আগে থেকেই তাই ত্বকের যত্ন নেওয়া শুরু করে দিন। ত্বকের যত্ন রোজই নেওয়া উচিত যার মধ্য়ে ফেসওয়াশ ও নিয়মিত সানস্ক্রিন ব্য়বহার অন্য়তম। তবে…