কাঠের কাজ করে সংসার চলে, সেই ব্যক্তি এমন গাড়ি বানালেন রাস্তায় দেখে সবাই হা

কাঠের কাজ করে সংসার চলে, সেই ব্যক্তি এমন গাড়ি বানালেন রাস্তায় দেখে সবাই হা

মেদিনীপুর: দিনের পর দিন পেট্রোল-ডিজেলের যেভাবে দাম বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে গাড়ি চালানোর দুঃসাধ্য হয়ে উঠছে মধ্যবিত্তদের। এবার পেশায় কাঠমিস্ত্রি হয়েও আস্ত একটি গাড়ি বানালেন মেদিনীপুরের এক ব্যক্তি। সুন্দর সাজানো গোছানো ইলেকট্রিক চালিত গাড়ি বানিয়েছেন বছর ৬৪ এর সেরাফত আলি।

কাঠের কাজ করে সংসার চালান তিনি। কাঠের মিস্ত্রি হঠাৎ রাতারাতি তৈরি করে ফেললেন আস্ত এক গাড়ি। সেই গাড়ি ইলেকট্রিক চার্জে ছুটবে। শুধু বানিয়ে খান্ত হননি, গাড়িটি নিয়ে ঘুরছেন বাজারে।

জানা গিয়েছে, মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ড আকড়শা নগর এলাকায় স্ত্রী দুই পুত্র নিয়ে থাকেন সেরাফত আলি। পেশায় কাঠমিস্ত্রী সেরাফত আলি বিভিন্ন ধরনের কাঠের পেইন্টিং এর কাজ করেন। তবে শখ রয়েছে অনলাইনে বিভিন্ন ধরনের ডিজাইন ও গাড়ির নকশা লক্ষ করা।

দিন দিন যেভাবে এই পেট্রোল ও জ্বালানির দাম বাড়ছে তাতে সাধারণ মধ্যবিত্ত লোকেরা বাইক নিয়ে বেরিয়ে হয়রানি শিকার হন। সব দিন পেট্রোলের খরচ নিয়ে চালানো দুঃসাধ্য হওয়ায় চার মাস ধরে কঠোর পরিশ্রম করে গড়ে ফেললেন আস্ত এক তিন চাকার গাড়ি।

সম্পূর্ণভাবে ইলেকট্রিকেই চলবে এই গাড়ি।একবার চার্জে দিলে ৩৫ কিলোমিটার যাওয়া যাবে। এই গাড়িতে একজন গাড়ির ড্রাইভার সহ বসতে পারবেন আরও একজন।

এই গাড়ি এখন দৌড়াচ্ছে শহর ও জেলা জুড়ে। যে গাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন আমজনতা, কেউ সেলফি তুলছেন কেউ বা একবার হাত দিয়ে গাড়িটা ধরে দেখছেন।

তিনি বিভিন্ন গাড়ির পার্টস দিয়ে তৈরি করেছেন এই গাড়িটি। এই গাড়ি সুবিধে দেবে সাধারণ মানুষকে। প্রযুক্তিগতভাবে এই গাড়ি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। আগামী দিনে চার চাকা বানানোর ভাবনা-চিন্তা রয়েছে এই কাঠমিস্ত্রীর।

(Feed Source: news18.com)