প্রথম অনুশীলন ম্যাচ খেলতে ইডেনে KKR, নতুন জার্সিতে মাঠে নামলেন শার্দুল-রাসেলরা

প্রথম অনুশীলন ম্যাচ খেলতে ইডেনে KKR, নতুন জার্সিতে মাঠে নামলেন শার্দুল-রাসেলরা

নতুন জার্সিতে নতুন মরশুমের লড়াই শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেন গার্ডেন্সে নতুন মরশুের অভিযান শুরু করল শাহরুখের দল। এদিন নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে অনুশীলন ম্য়াচের আয়োজন করা হয়েছিল। রাখা হয়েছিল সিএবি-র আম্পায়ারদের। এমন আবহে রাসেল থেকে শার্দুল প্রত্যেকেই নিজেদেরকে একবার ঝালিয়ে নিলেন।

আসলে শ্রেয়স আইয়ারের চোটের পরে কে হবে কলকাতা নাইট রাইডার্সের নেতা, সেই প্রশ্ন নিয়েও আলোচনা শুরু হয়েছিল। কিন্তু কোনও উত্তর সেভাবে পাওয়া যাচ্ছিল না। অনেকেই মনে করেছিলেন যে এবারে হয়তো নাইটদের দায়িত্ব যাবে আন্দ্রে রাসেলের কাঁধে। কিন্তু সে বিষয়ে কোনও সবুজ সংকেত দেয়নি নাইট টিম ম্যানেজমেন্ট। এমন আবহে শনিবার অনুশীলন ম্যাচ থেকে পরবর্তী অধিনায়ক বেছে নেওয়ার কথা ভেবেছিলেন অনেকেই।

এদিন ম্যাচে নামার আগে নতুন জার্সি গায়ে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। জার্সি আগের মতো থাকলেও তাতে উঠেছে বেশ কিছু নতুন স্পনশরের নাম। সেই জার্সি গায়েই নতুন ভিডিয়ো প্রকাশ করা হল ফ্র্যাঞ্চাইজির তরফে। এরপরেই দলের ক্রিকেটারদের দুই দলে ভাগ করে মাঠে নামনো হয়। একদিকে বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মনদীপ সিং-এর মতো তারকাদের নামান কেকেআর-এর কোচ। অন্যদিক থেকে শার্দুল ঠাকুরদের বল হাতে দেখা যায়। অনুশীলন ম্যাচে একটি দল ২০০-র বেশি রান তোলার পরে, সেই রান দ্বিতীয় দল তুলে দেয়। তবে রান করার থেকেও রাসেল, বেঙ্কটেশদের ব্যাটিং দক্ষতাকে দেখে নেওয়াই ছিল এই ম্যাচের উদ্দেশ্য।

যখন দলে শ্রেয়স আইয়ারের চোট নিয়ে চিন্তা বেড়েছে তখনই দলে লকি ফার্গুসনকে নিয়ে উদ্বেগ বেড়েছে। শাকিব আল হাসান, লিটন দাসদের প্রথম ম্যাচে পাওয়া যাবে কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এক ঝাঁক সমস্যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স শিবির যেন এদিনের অনুশীলন ম্যাচে প্রাণ ফিরে পেলেন। শার্দুল ঠাকুর অনুশীলন ম্যাচে বল করলেন। তবে বিদর্ভের পেসার উমেশ প্রস্তুতি ম্যাচে খেলেননি। আইপিএলের আগে তরতাজা রাখতেই উমেশকে এদিনের ম্যাচে খেলাননি কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

(Feed Source: hindustantimes.com)