আইপিএলে সুযোগ চন্দননগরের অভিষেকের, মোহালিতে নাইটরা, খেলার দুনিয়ার সারাদিন

আইপিএলে সুযোগ চন্দননগরের অভিষেকের, মোহালিতে নাইটরা, খেলার দুনিয়ার সারাদিন

কলকাতা: ঋষভ পন্থের পরিবর্ত হিসাবে দিল্লি ক্যাপিটালস দলে নিল বাংলার অভিষেক পোড়েলকে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে মোহালি পৌঁছে গেল কেকেআর। খেলার দুনিয়ার সারাদিনের সব খবরের ঝলক।

সুযোগ অভিষেকের

বাংলার জার্সিতে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বাংলা ছাড়ার পর উইকেটের পেছনে ভরসা জুগিয়েছেন যেমন, তেমনই ব্য়াট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। এবার আইপিএলেও (IPL 2023) ডাক পেয়ে গেলেন বাংলার তরুণ উইকেট কিপার ব্য়াটার অভিষেক পোড়েল (Abhishek Porel)। কিছুদিন আগে কলকাতায় দিল্লির যে ক্যাম্প হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন দিল্লি দলের টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের চোখে দেখেছিলেন তরুণ এই ক্রিকেটারকে। তখনই আভাস পাওয়া গিয়েছিল যে পন্থের পরিবর্ত হিসেবে অভিষেককেই নেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেই খবরে সিলমোহর পড়ে গেল। এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ না হলেও পাঞ্জাব কিংস দলে নিয়েছিল গত বছর অভিষেকের দাদা বাংলার পেস বোলার ঈশান পোড়়েলকে।

মোহালিতে নাইটরা

আইপিএলে (IPL 2023) তাঁদের অভিযান শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। বুধবার চণ্ডীগড়ে পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্রিকেটারেরা। তবে বিমানযাত্রার ধকল কাটাতে বুধবার সন্ধ্যায় টিমহোটেলেই বিশ্রাম নিলেন নীতীশ রানা (Nitish Rana), আন্দ্রে রাসেলরা (Andre Russell)। বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতে নেমে পড়ছেন কেকেআর ক্রিকেটারেরা।

উদ্বোধনে অরিজিৎ

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বুধবার ঘোষণা করা হল যে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংহ! ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, ৩১ মার্চ, সন্ধ্যা ৬টায় অরিজিতের সঙ্গীতানুষ্ঠান হবে। সাতটায় টস হবে। তারপর সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। আইপিএল মানেই ক্রিকেট ও মনোরঞ্জনের অভূতপূর্ব সংমিশ্রণ। শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো বলিউড তারকার আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলির কর্ণধারও বটে। এ বছরেই আইপিএলে নিজের প্রিয় দলের ম্যাচ দেখতে যে মায়ানগরীর একাধিক তারকা উপস্থিত থাকবেন, তেমনটা আশা করাই যায়।

ছন্দে লিটন-শাকিব

শ্রেয়স আইয়ারের চোট যেমন চিন্তায় ফেলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। তেমনই বুধবার ২ ক্রিকেটারের পারফরম্যান্স কিছুটা স্বস্তিও দেবে রানার দলকে। কেকেআরে এবার খেলতে দেখা যাবে লিটন দাস ও শাকিব আল হাসানকে। ২ জনেই বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। যা শেষ হলেই কেকেআর শিবিরে যোগ দেবেন তাঁরা। আর সেই সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন ওপেনার লিটন দাস।

শুরুতে নেই লিভিংস্টোন

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগামী ১ এপ্রিল নিজেদের আইপিএল অভিযান শুরু করছে পাঞ্জাব কিংস। আর প্রথম ম্যাচেই তারকা ইংরেজ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে পাচ্ছেন না শিখর ধবনের দল। সদ্য সদ্য হাঁটুর চোট সারিয়ে উঠেছেন লিভিংস্টোন। এখনও পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে কোনও ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি। উল্লেখ্য, হাঁটুর চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেকের পর থেকে আর ২২ গজে নামেননি তিনি। এদিকে পাঞ্জাব কিংসের জার্সিতে গত কয়েক বছরে বেশ ভাল পারফর্ম করেছেন লিভিংস্টোন। কুড়ির ফর্ম্যাটে বিধ্বংসী ব্য়াটিং ও বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন দরকারে।

মেসি ম্যাজিক

বিশ্বকাপ জয়ের পর ফের আরেক মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি ( Lionel Messi ) ।  বুধবার ভোরে আবারও একটি অনবদ্য জয় পেল আর্জেন্তিনা । কুরাসাওয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে প্রথমার্ধে আর্জেন্তিনার ( Argentina ) হয়ে হ্যাটট্রিক করলেন মেসি। সেই সঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারের ১০০ তম গোলটিও করে ফেললেন তিনি। ডিসেম্বরের বিশ্বকাপ জয়ের পর ক্যারিবীয় দলকে ৭-০ গোলে হারাল আর্জেন্তিনা।

(Feed Source: abplive.com)