রাম নবমীর ভিড়ে মধ্যপ্রদেশের মন্দিরে বিপর্যয়, কুয়োর মধ্যে পড়ে মৃত অন্তত ১৩

রাম নবমীর ভিড়ে মধ্যপ্রদেশের মন্দিরে বিপর্যয়, কুয়োর মধ্যে পড়ে মৃত অন্তত ১৩

ইনদওর: রাম নবমীর দিনই মধ্যপ্রদেশের ইনদওরের মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা। কংক্রিটের আস্তরণ ভেঙে কুয়োর ভিতরে পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ইনদওরের স্নেহ নগরের শ্রী বেলেশ্বর মন্দিরে৷ ঘটনাস্থল থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়৷ তাঁদের মধ্যেও দু জনের মৃত্যু হয়েছে৷

এই দুর্ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিমং চৌহান মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

জানা গিয়েছে, রাম নবমী উপলক্ষে এ দিন মন্দিরে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভক্ত সমাগম হয়েছিল৷ পুজো দিতে আসা বেশ কিছু ভক্ত কুয়োর উপরে দেওয়া কংক্রিটের আস্তরণের উপরে গিয়ে বসেন৷ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই আস্তরণ৷ মুহূর্তের মধ্যে প্রায় চল্লিশ ফুটো গভীরে গিয়ে পড়েন বহু মানুষ৷ ঘটনার সময় কুয়োর মধ্যে অন্তত ৬ থেকে ৭ ফুট গভীর জল ছিল বলেও জানা গিয়েছে৷

ঘটনার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়৷ কুয়োর ভিতরে আটকে থাকা মৃত এবং আহতদের তুলে আনা হয়৷ অভিযোগ, উদ্ধারকারী দল এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতেও অনেকটা সময় লেগে যায়৷

এই ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ সেই ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনার সময় কুয়োর উপরে অন্তত কুড়ি থেকে পঁচিশ জন ছিলেন৷

(Feed Source: news18.com)