বড় পর্দায় আসতে চলেছে ‘দেবী চৌধুরানী’, কারা থাকছেন অভিনয়ের তালিকায়

বড় পর্দায় আসতে চলেছে ‘দেবী চৌধুরানী’, কারা থাকছেন অভিনয়ের তালিকায়

কারা কারা এই সিনেমায় অভিনয় করবেন

পরিচালক শুভ্রজিৎ মিত্র এর আগেও সিনেমা পরিচালনার দায়িত্বে ছিলেন। ‘অভিযাত্রিক’ সিনেমার মতো সিনেমা পরিচালনা করে সকলকে অবাক করে দিয়েছিলেন। দেবী চৌধুরানী সিনেমায় অভিনয় করতে দেখা যাবে টলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের। মধ্যেই নাম রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এই সিনেমায় দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আর ভবানী পাঠকের ভূমিকায় দেখা মিলবে বুম্বাদার।

 কটি ভাষায় মুক্তি পাবে ছবিটি

কটি ভাষায় মুক্তি পাবে ছবিটি

তবে শোনা যাচ্ছে, অভিনেতা এখন পর্যন্ত কোন রকম চুক্তিপত্রে সই করেনি। তবে চিত্র নাট্যটি তিনি পড়েছেন, যা খুব পছন্দ হয়েছে তার। বর্তমানে কাজের জন্য বাইরে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফিরে এসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি। তবে এখনই পরিচালক এ বিষয়ে মুখ খুলতে রাজি নন। সিনেমাটি একটি ভাষায় নয় ছয়টি ভাষায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

 কী নিয়ে ছবির গল্প

কী নিয়ে ছবির গল্প

জানা গিয়েছে ১৯৭০ থেকে ১৯৮০ সালের বাংলার সময়কার নানান চিত্র ফুটে উঠবে এই সিনেমার মধ্য দিয়ে। সে সময় ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম চলছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সেই সময় এই সংগ্রামকেই থামাতে প্রায় নাজেহাল হতে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এ সময় বাংলা জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ড অনুসারে সন্ন্যাসী বিদ্রোহের যে রেকর্ড পাওয়া গিয়েছিল তাদের দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম উঠে এসেছে তাদের নিয়েই তৈরি হচ্ছে। এই সিনেমার গল্প।

বলা বাহুল্য, ওয়েব সিরিজে এই প্রথমবার পা রাখতে চলেছেন ঐন্দ্রিলা। তার ওয়েব সিরিজের নাম ‘শ্বেতকালী’। এই ওয়েব সিরিজটি অনুগামীরা দেখতে পাবেন জি ফাইভে। রহস্য, রোমাঞ্চে পরিপূর্ণ ওয়েব সিরিজ এটি। শ্বেতকালীতে অভিনয় করতে দেখা মিলবে ঐন্দ্রিলার। এই সিরিজটি পরিচালনা করেছেন সানি ঘোষ রায়। এই সিরিজটি পরতে পরতে রয়েছে রহস্য। রোমাঞ্চ, গা ছমছমে, লৌকিক, বিশ্বাস- অবিশ্বাসের সমস্ত কিছুকে একই সুতোয় বেঁধেছেন পরিচালক।

(Feed Source: oneindia.com)