দুর্নীতি প্রসঙ্গে তাঁর নাম অভিষেকের গলায়, ‘হাতে তৈরি’, বললেন পার্থ!

দুর্নীতি প্রসঙ্গে তাঁর নাম অভিষেকের গলায়, ‘হাতে তৈরি’, বললেন পার্থ!

কলকাতা: দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতে গিয়ে তাঁর নাম নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক জানান, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তৃণমূল (TMC) দেখিয়ে দিয়েছে, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। একাধিক বিষয়ে মুখ খুললেও, এ দিন তা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করলেন না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ। বরং আদালতকক্ষে তাঁর কথায় অভিষেকের নাম শোনা গিয়েছে বলে খবর।

শহিদ মিনারের সভায় অভিষেকের মন্তব্যে প্রতিক্রিয়া চাওয়া হয়

বৃহস্পতিবার আদালতে তোলা হয় পার্থকে। সেখানে সংবাদমাধ্যমে একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। কিন্তু শহিদ মিনারের সভায় অভিষেকের মন্তব্যে প্রতিক্রিয়া চাওয়া হলে নিশ্চুপই থাকেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বরং বলেন, “দল যা মনে করেছে ব্য়বস্থা নিয়েছে। আমি প্রমাণ করব আমি।” অভিষেককে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় পার্থর মুখে।

তবে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য না করলেও, এ দিন আদালতকক্ষে পার্থর কথায় অভিষেকের নাম উঠে আসে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এ দিন আদালতকক্ষে ঘনিষ্ঠ মহলে পার্থ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা আমাদের হাতে তৈরি। কুন্তল ঘোষের মতো নয়।” নিয়োগ দুর্নীতিতে পার্থর সঙ্গে কুন্তলের যোগাযোগ নিয়ে এ যাবৎ নান তথ্য উঠে এসেছে। যদিও পার্থ জানিয়েছেন কুুন্তলকে তিনি চিনতেন না।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর পার্থকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন অভিষেকই। বুধবার শহিদ মিনারের সভাতেও তাঁর মুখে পার্থর নাম শোনা যায়। দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলের অবস্থান বোঝাতে গিয়ে পার্থর সাসপেনশনের উদাহরণ টেনেছিলেন অভিষেক। তার পরও এ দিন তৃণমূলের পাশে থাকার বার্তাই দেন পার্থ। এ দিন মমতার প্রশংসাও করেন তিনি। 

মমতার ধর্নার কথা উঠলে, নেত্রীর ভূয়সী প্রশংসা করেন পার্থ

রেড রোডে মমতার ধর্নার কথা উঠলে, নেত্রীর ভূয়সী প্রশংসা করেন পার্থ। মমতার সংগ্রামী জীবনের কথা স্মরণ করিয়ে দেন। পার্থ বলেন, “কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লড়াই চিরকালই ছিল, এবং আমার স্থির বিশ্বাস, যে মমতা বন্দ্য়োপাধ্য়ায় শুধুমাত্র ধর্না নয়, তিনি বাংলার হয়ে সুদীর্ঘদিন লড়াই করা একজন সংগ্রামী নেত্রী। তিনি বাংলার ভাগ্য় দেখবেন, বাংলার উন্নয়ন দেখবেন। বাংলার প্রাপ্য় অর্থ তিনি আদায় করেই ছাড়বেন।”

(Feed Source: abplive.com)