১০০০ জনের কাছ থেকে ৪৫ কোটি টাকা তুলেছেন অয়ন, টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছেও: ED

১০০০ জনের কাছ থেকে ৪৫ কোটি টাকা তুলেছেন অয়ন, টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছেও: ED

SSC দুর্নীতিতে ইডি হেফাজতের মেয়াদ শেষে প্রোমোটার অয়ন শীলকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করলেন তদন্তকারীরা। এদিন ইডি আদালতে জানায়, অন্তত ১০০০ চাকরিপ্রার্থীর থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। তার মধ্যে ২৬ কোটি টাকা পৌঁছে গিয়েছিলেন প্রভাবশালীদের কাছে। সেই তালিকায় এমন ব্যক্তিও রয়েছে যার নাম প্রকাশ্য আদালতে বলা যাবে না। অয়নের জামিনের আবেদন খারিজ করে ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

এদিন আদাসতে ইডি জানায়, নিয়োগ দুর্নীতিতে অন্তত ১০০০ জনের কাছ থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। তার মধ্যে ২৬ কোটি টাকা বিভিন্ন প্রভাবশালীকে দিয়েছেন তিনি। এর মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যার নাম আদালতে করা যাবে না। অন্তত ১৫ জন প্রভাবশালী অয়নকে চাকরির সুপারিশ পাঠাতেন। ডিল চূড়ান্ত হলে সেই সব প্রভাবশালীকে টাকা পাঠাতেন অয়ন।

আদালতে ইডি জানিয়েছেন, মাত্র ১৩ দিনে অয়নের ৮টি ফ্ল্যাট, ৫টি গাড়ি, ১টি পেট্রল পাম্প ও ১টি হোটেলের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। এই বিপুল টাকা তিনি কোথা থেকে পেলেন তা জানার প্রয়োজন রয়েছে। অয়নের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে প্রায় ৮ কোটি টাকা লেনদেন হয়েছে। সেই টাকা কাদের কাছে পৌঁছেছে তাও খুঁজে বার করতে চায় ইডি।

দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারক বলেন, রবীন্দ্রনাথের বোলপুর আজ ২টি C -এর জন্য বিখ্যাত। করাপশন (দুর্নীতি) আর ক্যাটেল স্মাগলিং (গরুপাচার)। রবীন্দ্রনাথ আজ নীরবে কাঁদছেন।

নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের গ্রেফতারির পর ওএমআর শিট কারচুপি নিয়ে বিস্ফোরক তথ্য পেয়েছে ইডি। গোয়েন্দারা জানিয়েছেন, যোগ্য প্রার্থীদের OMR শিটে ঠিক উত্তরের পাশে অন্য উত্তর চিহ্নিত করে তাদের নম্বর কমিয়ে দেওয়া হত। সেই জায়গায় টাকার বিনিময়ে নিয়োগ করা হত অযোগ্য প্রার্থীদের।

(Feed Source: hindustantimes.com)