রামচরণ থেকে রজনীকান্ত, দক্ষিণী তারকারা কে কত সম্পত্তির মালিক জানেন?

রামচরণ থেকে রজনীকান্ত, দক্ষিণী তারকারা কে কত সম্পত্তির মালিক জানেন?

আক্কিনেনি নাগার্জুন

দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেতাদের তালিকায় নাম রয়েছে আক্কিনেনি নাগার্জুনের। তিনি অভিনেতা ছাড়াও একজন প্রযোজক ও ব্যবসায়ী। ১৯৮৬ সালে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি মূলত দক্ষিণ সিনেমাতেই কিন্তু কাজ করে থাকেন। ১০০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করে অনুগামীদের বিশেষ নজর কেড়েছিলেন আক্কিনেনি নাগার্জুন। তার মোট সম্পত্তির পরিমাণ ৩ হাজার ১০ কোটি টাকা।

রামচরণ

রামচরণ

রামচরণ এক জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতাদের তালিকাদের নাম রয়েছে রামচরণের। তিনি মূলত তেলেগু সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। আরআরআর সিনেমার জন্য তিনি বর্তমানে বেশ লাইমলাইটে রয়েছেন। তাছাড়া অভিনেতার সুন্দর লুকের জন্য অনেক অনুগামী তাকে খুব পছন্দ করে থাকেন। তবে তার সম্পত্তির পরিমাণ শুনলেন অবাক হবেন আপনিও। জানেন তার মোট সম্পত্তির পরিমাণ কত, ১ হাজার ৩৭০ কোটি টাকা।

রজনীকান্ত

রজনীকান্ত

দক্ষিনী সিনেমার সুপারস্টার বলা চলে রজনীকান্তকে। তিনি ১৯৭৫ সালে তাঁর কমজীবন শুরু করেছিলেন। তাঁর অসাধারণ অভিনয়ের জেরেই তিনি আজ জনপ্রিয়। তিনি বহু সুপারহিট সিনেমা অনুগামীদের উপহার দিয়েছেন। রজনীকান্ত তাঁর অভিনয় শুরু করেছিলেন তামিল সিনেমা দিয়ে। তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গাল ছবি দিয়ে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। অভিনেতা তামিল, তেলেগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৩ সালে অভিনেতা হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৩০ কোটি টাকা।

ধানুশ

ধানুশ

দক্ষিনী সিনেমার বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা হলেন ধানুশ। তিনি একজন সুদক্ষ অভিনেতা ছাড়াও প্রযোজক, সুরকারও। অভিনেতা তামিল সিনেমার পরিচালক, প্রযোজক কস্তুরি রাজার দ্বিতীয় সন্তান। ২০০২ সালে অভিনেতা তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনিও কিন্তু অনেক সম্পত্তির মালিক।

মহেশ বাবু

মহেশ বাবু

দক্ষিণী সিনেমার সুন্দর অভিনেতাদের মধ্যে একজন হলেন মহেশ বাবু। জনপ্রিয় অভিনেতা ছাড়াও একজন মডেল তিনি। তার মিষ্টি হাসি অনেক নারীদেরই মনে উদ্বেগ জাগায়। তিনি কিন্তু আজ থেকে যে অভিনয় করছেন তা নয় শিশু অভিনেতা হিসাবেও তিনি অনেক সিনেমায় অভিনয় করেছেন। তাছাড়াও তিনি ১৯৭৯ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ২৫৬ কোটি টাকা।

প্রভাস

প্রভাস

তামিল, তেলেগু ভাষার ছবিতে অভিনয় করে অনুগামীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন প্রভাস। প্রভাস মানেই অনুগামীদের কাছে এক আলাদা ভালোবাসা বলা চলে। কারণ অভিনেতার সুদক্ষ অভিনয়ের জোড়েই তিনি সকলের মনে জায়গা করেছেন। তার বিখ্যাত সিনেমার মধ্যে হল বিল্লা, মিরচি সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। ২০০২ সালে তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন। আজ প্রভাসের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২১৫ কোটি টাকা।

আল্লু আর্জুন

আল্লু আর্জুন

এই অভিনেতাকে প্রায় সকলেই চেনেন। দক্ষিণী অভিনেতাদের তালিকায় নাম রয়েছে তার। অভিনেতা ছাড়াও মডেল সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীও তিনি। তা সুন্দর হাসির জন্যই প্রত্যেক অনুগামীদের বিশেষ নজর আকর্ষণ করেন তিনি। অভিনেতা ২০০৩ সালের কর্মজীবন শুরু করেছিলেন। তিনি বিজেতা, হ্যাপি, বাণী, পারুণ্ড সিনেমায় অভিনয় করে সকলের বিশেষ নজের আকর্ষণ করেছেন। বর্তমানে অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ১৪৮ কোটি টাকা।

 মোহনলাল

মোহনলাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা হলেন মোহনলাল। তিনি অভিনেতা ছাড়াও এখন জনপ্রিয় প্রযোজকও। ১৯৭৮ সালে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি তিনি মালায়ালাম চলচ্চিত্রে কাজ করে করেছেন। তিনি অনেক অভিনয়ের সঙ্গে অনেক পুরস্কারও পেয়েছেন। বয়স বাড়লেও অভিনেতার গ্ল্যামার কিন্তু যথেষ্ট। বর্তমানে আজ মোহনলালের মোট সম্পত্তির পরিমাণ ৩৯৪ কোটি টাকা।

 থালাপতি বিজয়

থালাপতি বিজয়

দক্ষিণী সিনেমার খুব জনপ্রিয় মুখ হলেন থালাপতি বিজয়। তিনি সুলতান নামেও পরিচিত। ১৯৮৪ সালে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তামিল ভাষার সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অভিনেতা। দক্ষিনী সিনেমার সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৪৫ কোটি টাকা।

কমল হাসান

কমল হাসান

তামিল সিনেমার জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা হলেন কমল হাসান। তামিল ছাড়াও তিনি কন্নড়, তেলেগু ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন। ১৯৫৯ সালে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি অভিনেতা ছাড়াও একজন লেখক, গায়ক, রাজনীতিবিদ, প্রযোজক, পরিচালক। তার সুদক্ষ অভিনয় সকলেই পছন্দ করে থাকেন। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা।

(Feed Source: oneindia.com)