সন্দীপ সরকার, রিষড়া, হুগলি: নতুন করে অশান্ত রিষড়া, অশান্তির জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন বন্ধ। রিষড়ায় ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি, বোমাবাজির অভিযোগ। রিষড়ার ৪ নম্বর রেল গেটে ট্রেন লক্ষ্য করে হামলার অভিযোগ। রেল লাইনের উপর উঠে বিক্ষোভ, বন্ধ মেন লাইনে ট্রেন চলাচল। বিক্ষোভকারীদের হঠাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘রাত ১০টা থেকে শ্রীরামপুরের দিকে যাওয়ার গেট বন্ধ করতে পারছি না। তাই ট্রেন চালাতে পারছি না। রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ। দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা পরিষেবা বন্ধ রেখেছি। দুন এক্সপ্রেস, কাঠগুদাম এক্সপ্রেস আটকে রয়েছে। আমরা চাই না কারও কোনও ক্ষতি হোক। যতক্ষণ না আমরা গেট বন্ধ করতে পারছি ততক্ষণ ট্রেন চালাতে পারব না।’
ফের অশান্ত রিষড়া:
রিষড়ার চার নম্বর রেল গেট বন্ধ রেখে অশান্ত রিষড়া। ট্রেন লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হচ্ছে, বোমা ছোড়া হচ্ছে বলে অভিযোগ। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য় চেষ্টা করছে পুলিশ ও ব়্যাফ। পুলিশের দিকে পাথর ছোড়া হচ্ছে। পাল্টা ইট ছুড়তে দেখা গিয়েছে পুলিশকেও। চন্দননগর পুলিশ কমিশনারেট এবং জেলার পুলিশের তরফে বিপুল বাহিনী রাস্তায় নেমেছে। বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে পুলিশকে। রিষড়ায় যে যে এলাকায় উত্তাপ ছড়িয়েছে সেই সব এলাকায় এরিয়া ডমিনেশনের কাজ চলছে। কড়া নিরাপত্তা বলয় তৈরির কাজ চলছে। রিষড়া এলাকায় প্রচুর গলি রয়েছে, সেখানেও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। গলিতে কোনও জমায়েত রয়েছে কিনা তা দেখা হচ্ছে। রাতে সমস্যা হয়েছে বলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও সমস্যা হচ্ছে।
এদিকে এই ঘটনায় প্রবল সমস্যায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। রাত ১০টা থেকে ট্রেন বন্ধ হওয়ায় হাওড়া স্টেশনে বসে রয়েছেন বহু যাত্রী। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেন। ট্রেন বন্ধ হওয়ায় বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়েছে বহু যাত্রী। ট্রেন না পেয়ে আটকে পড়েছেন বহু যাত্ী। বিক্ষোভও শুরু হয়েছে।
(Feed Source: abplive.com)