বাম – তৃণমূলকে হিন্দু বিরোধী বললেন শুভেন্দু, আমি সব ধর্মের বিরুদ্ধে, পালটা বিকাশ

বাম – তৃণমূলকে হিন্দু বিরোধী বললেন শুভেন্দু, আমি সব ধর্মের বিরুদ্ধে, পালটা বিকাশ

সিপিএম ও তৃণমূলকে একাসনে বসাতে গিয়ে নিজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করে বসলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন ভারতীয় বামপন্থীদের ধর্মনিরপেক্ষতা মানে হিন্দুদের বিরোধিতা। ধর্মনিরপেক্ষতার একই সংজ্ঞায় বিশ্বাস করে তৃণমূলও।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘বিজেপির সঙ্গে বামপন্থীদের কোনও মিল নেই। বামপন্থীদের ধর্মনিরপেক্ষতা মানে হিন্দুদের বিরোধিতা। মনে নেই ধর্মতলার মোড়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য আর সুবোধ সরকার গোমাংস খেয়েছিলেন। একজন সিপিএমে আরেকজন তৃণমূলে। এভাবে সনাতনীদের ধর্মবিশ্বাসে আঘাত দিয়েছিলেন তাঁরা’।

জবাবে হিন্দুস্তান টাইমসকে বিকাশবাবু বলেন, ‘আমি সমস্ত ধর্মের বিরুদ্ধে। উনি আমাকে আক্রমণ করে তৃপ্তি পেতেই পারেন। আমি মনে করি সমস্ত ধর্মের ভিত্তি হচ্ছে কুসংস্কার। আমি কোনও দিন কোনও ধর্মের পক্ষে বিবৃতি দিইনি। ওনারা নিজেদের ধর্মের বই পড়েন না বলেই এই ধরণের কথা বলেছেন। সনাতন ধর্মের কোনও গ্রন্থে গোমাংস ভক্ষণে কোনও নিষেধাজ্ঞা নেই’।

বলে রাখি, কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্যদের দায়ের করা রক্ষাকবচের একাধিক মামলায় সওয়াল করেছেন বিকাশবাবু। তাঁর সওয়ালে আদালত থেকে রক্ষাকবচ পেয়েছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু।

(Feed Source: hindustantimes.com)