আইআইটি খড়্গপুরে চালু হবে ‘ভার্চুয়াল রিয়েলিটি’! গবেষণা হবে আরও উন্নত

আইআইটি খড়্গপুরে চালু হবে ‘ভার্চুয়াল রিয়েলিটি’! গবেষণা হবে আরও উন্নত

খড়্গপুর: করোনার সময় অনলাইন পড়াশোনার আগ্রহ বেড়েছে। এবার গবেষণার ক্ষেত্রেও অনলাইন পদ্ধতি চালু করতে চলেছে খড়্গপুর আইআইটি। গবেষণার মানোন্নয়নে উচ্চশিক্ষায় এবার ‘ভার্চুয়াল রিয়েলিটি’ প্রযুক্তির প্রয়োগে উদ্যোগী আইআইটি খড়্গপুর। ‘ভার্চুয়াল রিয়েলিটি’ বা ভি.আর প্রযুক্তির ব্যবহার করতে চলেছে আইআইটি খড়্গপুর।

হরিয়ানার গুরগ্রামের একটি শিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত স্টার্ট-আপ সংস্থার সঙ্গে সহযোগী হয়েছে আইআইটি খড়্গপুর । প্রতিষ্ঠানের ‘আইভার ল্যাব’ গুরগাঁওয়ের শিক্ষা প্রযুক্তি সংস্থা ‘আইএক্সার ল্যাবস’-এর সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে। জানা যাচ্ছে, আধুনিক এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যালের মতো ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখার মডিউল তৈরি করবে আইএক্সার ল্যাবস। যা আইভার ল্যাবের মাধ্যমে খড়্গপুরে বসে দেখতে পারবেন আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা।

এই ‘ভার্চুয়াল রিয়েলিটি’র আভিধানিক অর্থ হলো ‘অপার্থিব বাস্তবতা’ বা ‘প্রায় বাস্তব চিত্র’। জানা যায়, বিভিন্ন শাখায় প্রস্তুত হওয়া মডিউলগুলিতে শিল্পক্ষেত্রের নানা দিক তুলে ধরার চেষ্টা করা হবে। জেট ইঞ্জিন, তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্র, টেস্টিং মেশিন-সহ শিল্প কারাখানার বিভিন্ন প্ল্যান্টের প্রয়োজনীয় যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত আলোচনা থাকবে এখানে। তবে বিভিন্ন গবেষণাপত্র লেখার ক্ষেত্রেও আইভার ল্যাবটি সাহায্য করবে পড়ুয়াদের।

প্রতিষ্ঠানের আইভার ল্যাবের অধ্যাপক কৌশলকুমার ভগত জানাচ্ছেন, “শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ‘ভার্চুয়াল রিয়্যালিটি’-র ব্যবহার নিয়ে এই ধরনের যৌথ উদ্যোগ নিশ্চিত ভাবে গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবে। নতুন ভাবে শিক্ষাগ্রহণ এবং দক্ষতা অর্জনের ফলে পড়ুয়াদের পঠনপাঠন আরও উন্নত হবে।”

(Feed Source: news18.com)